Advertisement
Advertisement

Breaking News

স্বাধীন ভারতে সবচেয়ে বড় হামলা পুলওয়ামায়, জরুরি বৈঠকে অজিত দোভাল

পাটনার দলীয় কর্মসূচি বাতিল করে শুক্রবার পুলওয়ামা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

Terrorist attack in Pulwama
Published by: Sayani Sen
  • Posted:February 14, 2019 7:29 pm
  • Updated:February 14, 2019 8:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীন ভারতে কাশ্মীরে সবচেয়ে বড় জঙ্গি হামলার সাক্ষী রইল পুলওয়ামার অবন্তীপুরা৷ সূত্রের খবর, এখনও পর্যন্ত অন্তত ৪০ জন এই হামলায় শহিদ হয়েছেন৷ জখম হয়েছেন বহু জওয়ান৷ তাঁদের চিকিৎসা চলছে৷ পরিস্থিতির উপর নজর রেখেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ জম্মু-কাশ্মীরের রাজ্যপালের সঙ্গেও কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ পাটনায় দলীয় কর্মসূচি বাতিল করে শুক্রবারই ঘটনাস্থলে যাচ্ছেন তিনি৷

বৃহস্পতিবার পুলওয়ামা জেলার শ্রীনগর-অনন্তনাগ হাইওয়ের উপর দিয়ে জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল সিআরপিএফের ৫০টি গাড়ির কনভয়। আচমকাই ২০০ কেজি বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ওই কনভয়ে ঢুকে পড়ে৷ ধাক্কা মারে জওয়ানদের বাসে৷ সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায় বলে দাবি জম্মু-কাশ্মীর পুলিশের। এই ঘটনায় একে একে অন্তত ৩০ জন জওয়ান নিহত হন। আহত হয়েছেন বহু জওয়ান। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের শ্রীনগরে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে বলে জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর। জঙ্গি হামলার ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ পরিস্থিতির উপর নজর রেখেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ সিআরপিএফ কর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন তিনি৷ ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরের রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন রাজনাথ সিং৷ শুক্রবারই ঘটনাস্থল পরিদর্শনে যাবেন তিনি৷ ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে এনআইএ এবং ফরেনসিক টিম৷

Advertisement

দেশের জন্য যেকোনও শর্তে জোট’, কংগ্রেস-সিপিএমকে বার্তা মমতার

পুলওয়ামার এই নক্কারজনক ঘটনার তীব্র সমালোচনা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ টুইটে তিনি লেখেন, ‘‘জওয়ানদের আত্মত্যাগের ঘটনার বিরোধিতা করবে গোটা দেশ৷’’

অজিত দোভালের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ টুইটে তিনি লেখেন, ‘‘জওয়ানদের প্রাণহানি ব্যর্থ হবে না৷ কাঁধে কাঁধ  মিলিয়ে গোটা ভারতবাসী এই ঘটনার তীব্র সমালোচনা করবে৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি৷’’

জঙ্গি হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি। এদিন জেটলি লেখেন, পুলওয়ামায় সিআরপিএফের ওপর জঙ্গিহামলার ঘটনা কাপুরুষোচিত ও নিন্দনীয়। শহিদ জওয়ানদের সেলাম জানিয়ে গোটা দেশ তাদের পরিবারের পাশে আছে। আহত জওয়ানদের দ্রুত আরোগ্য কামনা করি। যারা এই ঘৃণ্য কাজ করেছে তাদের এমন শাস্তি দেওয়া হবে যে জীবনে ভুলবে না। 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, ‘‘পুলওয়ামায় জওয়ান শহিদ হওয়ার খবরে শোকস্তব্ধ। অসীম সাহসের জন্য জওয়ানদের সেলাম জানাই। মৃতদের পরিবার পরিজনদের জানাই সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’’

দলের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সাংবাদিক বৈঠকের কথা ছিল প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার৷ পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে সাংবাদিক বৈঠক বাতিল করেন তিনি৷ নীরবতা পালন করে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রিয়াঙ্কা গান্ধী৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও টুইটে ঘটনার নিন্দার পাশাপাশই শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ 

হামলার তীব্র নিন্দা করেছেন উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। টুইটে তিনি জানান,‘‘উপত্যকায় ভয়ংকর হামলা হয়েছে বলে খবর পেলাম। সেখানে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা। তাতে বেশ কয়েকজন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছে। আহত হয়েছেন অনেকে। এই হামলার তীব্র নিন্দা করছি। শহিদদের পরিবারকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’’

পিডিপি নেত্রী ও উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি টুইটারে লেখেন, ‘‘ভয়ংকর খবর পেলাম। আমাদের জওয়ানরা শহিদ হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। যেভাবেই এই ভয়ঙ্কর হামলার নিন্দা করি না কেন, তা যথেষ্ট নয়। এভাবে আর কতদিন চলবে? আর কতজনকে প্রাণ দিতে হবে?’

২০১৬ সালে কাশ্মীরের উরিতে সেনা শিবিরে হামলা চালিয়েছিল পাকিস্তানি ফিদায়েঁ জঙ্গিরা। ওই ঘটনায় ১৯ জন জওয়ান প্রাণ হারিয়েছিলেন। তারপর থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে এতবড় হামলা আর ঘটেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement