Advertisement
Advertisement

কাশ্মীরে বিজেপি নেতার বাড়িতে জঙ্গি হানা

শ্রীনগর থেকে ১৭ কিলোমিটার দূরে বাদগাঁও জেলার চান্দুরা তহসিলের পানজান এলাকায় বিজেপি নেতা গুলাম মহম্মদ চোপানের বাড়িতে মঙ্গলবার সকাল ন’টা নাগাদ চড়াও হয় ছ’জন জঙ্গি৷

terrorist attack at bjp leader's house in kashmir
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 29, 2016 12:06 pm
  • Updated:October 27, 2018 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক মদতপুষ্ট লস্কর-ই-তৈবা জঙ্গিদের হামলায় আট সিআরপিএফ জওয়ানের নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ফের উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা৷ এক হিজবুল জঙ্গির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল কাশ্মীরে৷ বিজেপি নেতার বাড়িতে জঙ্গি হামলায় অস্বস্তি বাড়ল প্রশাসনের৷

শ্রীনগর থেকে ১৭ কিলোমিটার দূরে বাদগাঁও জেলার চান্দুরা তহসিলের পানজান এলাকায় বিজেপি নেতা গুলাম মহম্মদ চোপানের বাড়িতে মঙ্গলবার সকাল ন’টা নাগাদ চড়াও হয় ছ’জন জঙ্গি৷ পুলিশের দাবি, হামলাকারীরা হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত৷ তারা চোপানের দেহরক্ষী বশির আহমেদকে মারধর করে তাঁর কাছ থেকে একে ৫৬ রাইফেলটি কেড়ে নিয়ে গা ঢাকা দেয়৷ সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ৷

Advertisement

এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় কূপওয়ারায় লোলপোরার জঙ্গলে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের গুলিতে এক অজ্ঞাতপরিচয় জঙ্গির মৃত্যু হয়েছে৷ অন্যদিকে, রাজ্য পুলিশের জঙ্গি দমন অভিযানে সামির ওয়ানি নামে এক হিজবুল জঙ্গি নিহত হলে অশান্তি ছড়িয়ে পড়ে কুপওয়ারা জেলার নাগরি ও দুরু গ্রামে৷ পুলিশ জানিয়েছে, নাগরি গ্রামে এক জায়গায় জঙ্গি লুকিয়ে আছে খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী৷ লুকিয়ে থাকা ওই জঙ্গি একটি বাড়ি থেকে গুলিবৃষ্টি শুরু করলে পাল্টা জবাব দেয় সেনা ও পুলিশ৷ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর নিহত হয় ওই জঙ্গি৷ খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে পুলিশ ও প্রশাসনের মুণ্ডপাত করে মিছিল ও স্লোগান শুরু হয়৷ পুলিশের গাড়ি জ্বালিয়ে ও ইট-পাটকেল ছুড়ে প্রতিবাদ জানায় জনতা৷ তারা আজাদ কাশ্মীর ও পাকিস্তানের পক্ষে স্লোগান দেয়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement