সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রাজধানী দিল্লিতে গ্রেপ্তার উত্তর পূর্বাঞ্চলের কুখ্যাত জঙ্গি সংগঠনের চাঁই।বৃহস্পতিবার, দিল্লির ময়ূরবিহার থেকে খৈরম রঞ্জিত নামের ওই জঙ্গি ও তার এক মহিলা সহকারীকে পাকড়াও করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কুখ্যাত ওই সন্ত্রাসবাদী মণিপুরের কেসিপি বা কাংলিপাক কমিউনিস্ট পার্টির প্রধান। ওই জঙ্গিনেতা মণিপুরে সংঘঠিত বেশ কয়েকটি জঙ্গি হামলায় জড়িত বলেও জানা গিয়েছে।
২৬ জানুয়ারির আগে খোদ রাজধানীর বুকে কুখ্যাত ওই জঙ্গি নেতার গ্রেপ্তারিতে নড়েচড়ে বসেছে সরকার। গতকালই দেশের সমস্ত বিমানবন্দরে জঙ্গি হানার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে, পাকিস্তানের মদতপুষ্ট লস্কর-এ-তৈবা, জৈশ-এ-মহম্মদ বা হিজবুল মুজাহিদিনের মত ইসলামিক জঙ্গি সংগঠনগুলি দিল্লিতে হামলা চালাতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.