Advertisement
Advertisement

Breaking News

ফের জঙ্গি হানা জম্মুতে, মৃত ৩ জওয়ান

সীমান্তে জারি গুলির লড়াই৷

Terror attack on army camp near Jammu, 2 soldiers injured
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 29, 2016 10:35 am
  • Updated:November 29, 2016 1:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও জঙ্গি হানা জম্মু ও কাশ্মীরে৷ মঙ্গলবার ভোরে নাগরটা সেনা ছাউনিতে অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী৷ এই হামলায় ভারতীয় সেনাবাহিনীর তিন জওয়ান নিহত হয়েছেন এবং আরও দুই জওয়ান গুরুতর আহত হয়েছেন বলে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে৷

এদিন ভোর ৫টা ৩০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে৷ জঙ্গিরা হামলা চালালে পাল্টা আক্রমণ করে সেনাবাহিনী৷ দু’ পক্ষের গুলির লড়াই এখনও জারি রয়েছে বলে জানা গিয়েছে৷ সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, ভোরবেলা হামলা চালায় দুষ্কৃতীরা৷ তারা সংখ্যায় কত জন ছিল সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি৷

Advertisement

বিএসএফ আধিকারিক জানিয়েছেন, “গত কয়েকদিন ধরে সীমান্তবর্তী এলাকায় কিছু সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল৷ চামিয়াল ও সাম্বা সেনা পোস্টের আশেপাশে এই ধরনের ঘটনা ঘটলে, সেনাবাহিনীর তরফ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়৷”

এদিন সাম্বা সেক্টরেও সেনা ও জঙ্গিদের লড়াই জারি রয়েছে৷ গুলির লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান আহত হয়েছেন বলে জানানো হয়েছে সেনার তরফে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement