Advertisement
Advertisement

জম্মু-কাশ্মীরের উরিতে জঙ্গি হামলা, শহিদ ২ জওয়ান

তিন থেকে চারজন জঙ্গি আত্মঘাতী হামলা চালিয়েছে বলেই সূত্রের খবর৷

Terror attack at army's Brigade Headquarter in Uri
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 18, 2016 10:05 am
  • Updated:September 18, 2016 10:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের সেনাঘাঁটিতে ফের জঙ্গি হানা৷ রবিবার ভোর রাতে উরির সেনা হেডকোয়ার্টারে বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ সূত্রের খবর, আত্মঘাতী হামলা চালিয়েছে  জঙ্গিরা৷

এদিন ভোর চারটে নাগাদ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে উরির সেনা হেডকোয়ার্টার৷ পাল্টা জবাব দেন জওয়ানরাও৷ সুইসাইড স্কোয়াডের হামলা বলেই মনে করা হচ্ছে৷ তিন থেকে চারজন জঙ্গি আত্মঘাতী হামলা চালিয়েছে বলেই সূত্রের খবর৷ বিস্ফোরণে মৃত্যু হয় ২ জওয়ানের৷ জখম হন বেশ কয়েকজন৷

Advertisement

পরিস্থিতি সামাল দিতে উরিতে পাঠানো হয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনা৷ জঙ্গি হানার জেরে রাশিয়া ও আমেরিকা সফর বাতিল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷  সেনা অফিসারদের নিয়ে বৈঠক করার পর জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গেও পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি৷ এখনও উরিতে মাঝেমধ্যেই গুলির শব্দ শোনা গেলেও পরিস্থিতি সেনার নিয়ন্ত্রণে বলেই জানা যাচ্ছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত,  আক্রমণকারী চার জঙ্গিরই মৃত্যু হয়েছে৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement