সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যরাতে মুম্বইয়ের (Mumbai) এক হাসপাতালে আগুন (Fire) লেগে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। মুম্বইয়ের মেয়র কিশোরী পেদনেকার জানিয়েছেন, ৭৬ জন কোভিড (COVID-19) রোগীকে হাসপাতাল থেকে সরিয়ে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এখনও ওই হাসপাতালের ভিতরে কয়েকজনের আটকে থাকা আশঙ্কা করা হচ্ছে। শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ ওই আগুন লাগে বলে জানা গিয়েছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের ড্রিমস মলের ভিতরে অবস্থিত সানরাইজ হাসপাতালে আচমকাই আগুন লেগে যায়। আগুন লাগার পর রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। দ্রুত রোগীদের সেখান থেকে সরানোর কাজ শুরু হয়ে যায়। প্রাথমিক তদন্তের পরে পুলিশ অফিসার প্রশান্ত কদম জানিয়েছেন, ”এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। মলের দোতলায় রাত সাড়ে বারোটায় আগুন লাগে। ঘটনাস্থলে হাজির হয়েছে দমকলের ২৩টি ইঞ্জিন।”
Maharashtra: Fire breaks out at a hospital in Mumbai’s Bhandup; rescue operation on
“Cause of fire is yet to be ascertained. I’ve seen a hospital at mall for the first time. Action to be taken. 70 patients including COVID infected shifted to another hospital,” says Mumbai Mayor pic.twitter.com/sq1K29PVhe
— ANI (@ANI) March 25, 2021
মলের মধ্যে কী করে হাসপাতাল নির্মিত হল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ মেয়র। কিশোরী পেদনেকারের কথায়, ”কী করে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে এই প্রথম আমি কোনও মলের ভিতরে হাসপাতাল দেখলাম। পদক্ষেপ করা হবে। এখনও পর্যন্ত ৭০ জনের বেশি রোগীকে স্থানান্তরিত করা হয়েছে অন্য হাসপাতালে।” হাসপাতালের এক সিনিয়র ডাক্তার জানিয়েছেন, মুলুন্দ জাম্বো সেন্টার ও ফর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রোগীদের।
Two casualties have been reported in fire incident. Rescue operation for 76 patients admitted to COVID care hospital is underway. Level-3 or level-4 fire broke out on first floor of a mall at 12.30 AM. Around 23 fire tenders present at the spot: DCP Prashant Kadam #Mumbai pic.twitter.com/lVJ4zMRvX9
— ANI (@ANI) March 25, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.