সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্দির নিয়ে মাথা ঘামানো সরকারের কাজ নয়। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, জনকল্যাণ, দেশের সুরক্ষা- এসব নিয়েই সরকারের ভাবা উচিত। রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধনে আমন্ত্রণ না পেয়ে এভাবেই তোপ দাগলেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। তাঁর মতে, রাজনৈতিক কারণে মন্দিরকে ব্যবহার করা কখনই উচিত নয়। আসলে রামমন্দিরকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে, আর তাদের সাহায্য করছে সংবাদমাধ্যমগুলো।
বুধবার সোশাল মিডিয়ায় তিনি লেখেন, “অনেকেই জানতে চাইছেন আমি রামমন্দিরের উদ্বোধনে যাব কিনা। আমাকে কিন্তু আমন্ত্রণই জানানো হয়নি। তবে এটুকু জানি, ধর্ম পালন করাটা অত্যন্ত ব্যক্তিগত। সেটা রাজনৈতিক অপব্যবহারের বিষয় নয়। রামমন্দিরের উদ্বোধনের খবর আগে থেকেই সকলে জানেন। সেটা নিয়ে খবর করে অযথা প্রচার চালাচ্ছে সংবাদমাধ্যমগুলো। আসলে যারা রামমন্দিরকে ব্যবহার করে ফায়দা তুলতে চাইছে, সংবাদ মাধ্যমগুলো তাদের হাতের পুতুল হিসাবে কাজ করছে। রামমন্দিরকে ব্যবহার করে আসলে নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে চাইছে সরকার।”
বিজেপিকে (BJP) আরও বিঁধে কংগ্রেস সাংসদ বলেন, “মন্দির নিয়ে সরকারের মাথা ঘামানোর প্রয়োজন নেই। চিন্তা করার জন্য বেকারত্ব, মূল্যবৃদ্ধি, জনকল্যাণ, দেশের সুরক্ষা- নানা বিষয় রয়েছে সরকারের কাছে। কিন্তু মিডিয়াকে ব্যবহার করে সেদিক থেকে নজর ঘুরিয়ে দেওয়া হচ্ছে।” উল্লেখ্য, কংগ্রেসের একাধিক নেতাকে রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তাঁরা অনুষ্ঠানে যাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে রামমন্দিরের উদ্বোধনকে কার্যত সরকারি অনুষ্ঠানে পরিণত করা হচ্ছে বলে তোপ দেগেছেন একাধিক বিরোধী নেতা।
Was interrogated by the waiting press, wanting to know if I would be going to Ayodhya on January 22. I told them I hadn’t been invited but I saw religion as a personal attribute and not one for political (mis)use.
I also pointed out that by making such a major news story of the… pic.twitter.com/LQpybKbT3t
— Shashi Tharoor (@ShashiTharoor) December 27, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.