ছবি: প্রতীকী ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্ষকই ভক্ষক হয়ে উঠেছেন তেলেঙ্গানায়। লকডাউনের মাঝে ১৩ বছরের নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে বাবার বিরুদ্ধে! খবরটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে তারই পরিবার।
বাবা, সব মেয়েদের জীবনেই প্রধান আশ্রয় স্থল। শৈশব থেকেই মেয়েরা বাবাকে দেখে সমাজের বাকি পুরুষজাতি সম্পর্কে ধারণা তৈরি করে। কিন্তু সেই বাবাই যদি রক্ষকের ভূমিকার আড়ালে যদি ভক্ষক হয়ে ওঠে! তখন? এমনই হৃদয় বিদারক ঘটনা প্রকাশ্যে এসেছে তেলেঙ্গানায়। ১৩ বছরের নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে খোদ নাবালিকার বাবার বিরুদ্ধে। জানা যায়, মার্চ মাসে লকডাউনের জেরে ছুটি ঘোষণা হয় দেশের সকল সরকারি বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে। তখনই ভিন জেলা থেকে বাড়ি ফেরে এই নাবালিকা। এরপরই নানা অছিলায় নির্যাতিতা বাবার লালসার শিকার হয়ে ওঠে বলে অভিযোগ।
তবে নাবালিকার ওপরে এই নির্যাতনের এই ঘৃণ্য অপরাধের খবর পরিবারের কেউই জানতেন না। সম্প্রতি পরিবারের একটি অনুষ্ঠানে নাবালিকাকে হুমকি দেওয়ার সময় অভিযুক্তের কীর্তিকলাপ ফাঁস হয় পরিবারের সামনে। এরপরই নির্যাতিতা সৎ মাকে সমস্ত ঘটনার কথা খুলে বলায় পরিবারের সকলে অভিযুক্তের বিরুদ্ধে তেলেঙ্গানার কারানটোক থানায় পকসো (POCSO) আইনে মামলা রুজু করে।
প্রতিবেশিরা জানান যে, নাবালিকার বাবা একজন শ্রমিক। এই নিয়ে চার বার বিয়ে করেছেন তিনি। প্রথম দুই স্ত্রীয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তৃতীয় স্ত্রীয়ের সন্তান এই নির্যাতিতা। তৃতীয় স্ত্রী মারা গেলে মেয়েকে ভিন জেলার একটি স্কুলে পাঠিয়ে দেন অভিযুক্ত। বর্তমানে ফের একটি বিবাহ করেন ৩৫ বছরের অভিযুক্ত শ্রমিক। তবে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নতুন নয় এই দেশে। এই ধরণের আচরণের জন্য মনোবিদরা মানুষের হিংস্র মানুষিকতা ও খারাপ চিন্তাধারাকেই দায়ী করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.