সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসব উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে শাড়ি দেওয়া হচ্ছে। তাও আবার বিনামূল্যে। এমন সুযোগ কি হাতছাড়া করা যায়? সবার আগে গিয়ে নিয়ে নিতে হবে। যদি স্টক শেষ হয়ে যায়? তাহলে তো আর মিলবে না। যেনতেন প্রকারেণ আগে যেতেই হবে। আগে যাওয়ার এই তাগিদেই চুলোচুলিতে জড়ালেন মহিলারা। বিনামূল্যের শাড়ি পাওয়ার তাগিদে কিল, ঘুষি, চড় কোনওটাই বাদ রইল না। বিনামূল্যে শাড়ি পাওয়ার জন্য তাঁদের কী মূল্য চোকাতে হল, নিজেই দেখুন সেই ভিডিও।
Distribution of free sarees in #Telangana also led to this ugly scene at a centre. pic.twitter.com/ELR51TDkU2
— T S Sudhir (@Iamtssudhir) September 18, 2017
[শেষমেশ হিন্দু মন্দিরে প্রবেশের অনুমতি পেলেন শিল্পী জেসুদাস]
কিছুদিন আগেই তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল বাথকুম্মা উৎসব উপলক্ষে দারিদ্রসীমার নিচে বসবাসকারী মহিলাদের শাড়ি বিতরণ করা হবে। সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে প্রায় এক কোটি শাড়ি। রাজ্য সরকারের বিভিন্ন সেন্টার থেকে এই শাড়ি দেওয়া হবে। উৎসবের আগে বিনামূল্যে শাড়ি পাওয়ার এ সুযোগ কি হাতছাড়া করা যায়? মহিলাদের পক্ষে অন্তত তেমনটা করা সম্ভব নয়। তাই সকাল থেকেই লম্বা লাইন পড়ে গিয়েছিল রাজ্যের সেন্টারগুলির সামনে। এমনই একটি কেন্দ্রে আগে শাড়ি নেওয়ার তাগিদে বচসায় জড়িয়ে পড়েন মহিলারা। তা গড়ায় চুলোচুলি, হাতাহাতিতে। যা মোবাইলের মাধ্যমে রেকর্ড হয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর পেয়ে যায় ভাইরাল তকমা।
[মন্দিরের প্রসাদ কতটা স্বাস্থ্যকর? আরটিআই রিপোর্টে বিস্ফোরক তথ্য]
তবে যে শাড়ি নিয়ে এত কাণ্ড, সেই শাড়ির গুণগত মান নাকি খুবই খারাপ। রাজ্যের বিভিন্ন জায়গায় এ নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন মহিলারা। শাড়ি পুড়িয়ে বিক্ষোভও দেখানো হয়েছে।
অবশ্য কে চন্দ্রশেখর রাওয়ের নেতৃত্বাধীন তেলেঙ্গানা সরকারে মতে এগুলি বিরোধীদের অপপ্রচার। আদতে উৎসবের আগে শাড়ি পেয়ে রাজ্যের মহিলারা বেজায় খুশি। আর এটাই বিরোধীদের সহ্য হচ্ছে না।
[ডাক্তারিতে সুযোগ না পাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.