ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে (Lok Sabha 2024) লড়বেন! তাই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন তামিলিসাই সৌন্দরারাজন। সোমবার তেলেঙ্গানার রাজ্যপাল পদ ছেড়ে দেন তিনি। প্রসঙ্গত, নির্বাচনী প্রচারে আপাতত তেলেঙ্গানাতেই রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
রবিবার রাতে তেলেঙ্গানার (Telangana) বাসভবনে ছিলেন প্রধানমন্ত্রী। সোমবার থেকে কংগ্রেসশাসিত রাজ্যটিতে জোরকদমে প্রচার শুরু করেছেন মোদি। তার মধ্যেই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন তামিলিসাই। শুধু তেলেঙ্গানা নয়, পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের পদও ছেড়েছেন তিনি। সোমবার সকালে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর কাছে। তার পরেই শুরু হয়েছে জল্পনা। ভোটে লড়বেন বলেই কি নিজের পদ থেকে সরে দাঁড়ালেন তামিলিসাই?
প্রসঙ্গত, তামিলনাড়ুর বিজেপি (BJP) প্রেসিডেন্ট হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন এই নেত্রী। তার পরে তেলেঙ্গানার রাজ্যপাল নিযুক্ত হন। কিন্তু রাজ্যপাল পদে থাকাকালীন একাধিকবার তামিলনাড়ুর ডিএমকে সরকারকে তোপ দাগেন তিনি। চেন্নাইয়ের বন্যা থেকে শুরু করে সনাতন ধর্ম বিতর্ক- সমস্ত ক্ষেত্রেই এম কে স্ট্যালিনের দলকে কটাক্ষ করেন তামিলিসাই।
তার পরেই শোনা যায়, আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকে টিকিট দেওয়ার কথা ভাবছে গেরুয়া শিবির। দলীয় সূত্রে খবর, লোকসভায় লড়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে তামিলিসাইকে। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি। সম্ভবত সেখানেই থাকবে তামিলিসাইয়ের নাম। খুব সম্ভবত উত্তর তামিলনাড়ু, পুদুচেরি বা চেন্নাই দক্ষিণ কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করবে বিজেপি। আপাতত তেলেঙ্গানা সফরে রয়েছেন মোদি। সেই সফরের মধ্যেই কি ঘোষিত হবে বিজেপির প্রার্থী তালিকা? চলছে জল্পনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.