Advertisement
Advertisement

Breaking News

Telangana

রক্ষকই ভক্ষক! বন্দুক তাক করে মহিলা কনস্টেবলকে ধর্ষণে অভিযুক্ত এসআই

গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

Telangana cop arrested for allegedly harras woman constable at gunpoint, dismissed

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:June 21, 2024 5:16 pm
  • Updated:June 21, 2024 5:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্ষকই ভক্ষক! মাথায় বন্দুক তাক করে এক মহিলা কনস্টেবলকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি কাজ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভূপালপল্লী জেলায়।

জানা গিয়েছে, ভূপালপল্লীর একটি সেচ প্রকল্পের অধীনস্থ এক গেস্ট হাউসে এই কাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে এসআই ভবানী সেনের বিরুদ্ধে। নির্যাতিতা ওই তরুণী কালেশ্বরাম থানায় কাজ করেন। গত ১৬ জুন তিনি ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে অভিযোগ জানান, এসআই সেন সার্ভিস রিভলভার দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন। এমনকী এই ঘটনা কাউকে বললে তার পরিণতি ভয়ংকর হবে বলেও হুমকি দেন।

Advertisement

[আরও পড়ুন: রত্নভাণ্ডার খোলার কোনও প্রস্তাবই আসেনি, এএসআইয়ের দাবি ওড়াল ওড়িশা সরকার

ওই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় অভিযুক্ত এসআই-এর বিরুদ্ধে অবিলম্বে এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। বুধবার অভিযুক্ত ভবানী সেনকে গ্রেপ্তার করে পুলিশ। কাজ থেকে বরখাস্তও করে দেওয়া তাঁকে। এর পরই পুলিশের আইজি এ.ভি. রঙ্গনাথ পুলিশ বাহিনী থেকে অভিযুক্তের স্থায়ী বরখাস্তের আদেশ জারি করেন। বরখাস্তের পাশাপাশি, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement