Advertisement
Advertisement
কংগ্রেস

প্রকাশ্য সভায় হাতাহাতি তেলেঙ্গানার দুই কংগ্রেস নেতার, ভাইরাল ভিডিও

শনিবার তেলেঙ্গানা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ওই নেতারা।

Congress leaders exchange blows while protesting against KCR govt
Published by: Soumya Mukherjee
  • Posted:May 11, 2019 5:04 pm
  • Updated:May 11, 2019 5:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গিয়েছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। কিন্তু, তার মাঝেই নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়ালেন  দুই কংগ্রেস নেতা। শনিবার ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে। এর ফলে প্রথমে অস্তস্তিতে পড়লেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটনাস্থলে উপস্থিত অন্য কংগ্রেস নেতারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তেলেঙ্গানার শিক্ষা দপ্তরের অধীনে থাকা স্কুলগুলিতে ফলাফল প্রকাশ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা তৈরি হয়েছে। ফলাফল প্রকাশের পর ইতিমধ্যেই সেখানে আত্মহত্যা করেছে কমপক্ষে ২২ জন পড়ুয়া। এর প্রতিবাদে  কে চন্দ্রশেখর রাও-এর নেতৃত্বাধীন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে তেলেগু দেশম পার্টি, কংগ্রেস ও বামদলগুলি। শনিবার এই বিক্ষোভের অংশ হিসেবে হায়দরাবাদে একটি প্রতিবাদ সভার আয়োজন করে বিরোধী দলগুলি। এই সভায় তেলেগু দেশম পার্টির পাশাপাশি উপস্থিত ছিলেন কংগ্রেস, বাম ও অন্যান্য বিরোধী দলের নেতারা। সভার মাঝে আচমকা বর্ষীয়ান কংগ্রেস নেতা ভি হনুমন্ত রাও-এর উপর চড়াও হন আরেক কংগ্রেস নেতা নাগেশ মুদিরাজ। বসার আসন কীভাবে সাজানো হবে তা নিয়ে বচসার সূত্রপাত হয়।

Advertisement

[আরও পড়ুন- ‘মোদি সেই গৃহবধূ, যিনি রুটি ভাজেন কম চুড়ির শব্দ করেন বেশি’, তীব্র কটাক্ষ সিধুর]

বচসার সময়ে তোলা ভিডিওটিতে দেখা যাচ্ছে, সভামঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বর্ষীয়ান কংগ্রেস নেতা ভি হনুমন্ত রাও। সেসময় পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় কংগ্রেস নেতা নাগেশ মুদিরাজের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। নাগেশ মুদিরাজকে ধাক্কা মেরে মঞ্চ থেকে ফেলেও দেন। কোনওক্রমে ফের মঞ্চে উঠে তাঁর কলার চেপে ধরেন নাগেশ। তারপর হাতাহাতি করতে করতে দু’জনে নেমে আসেন মঞ্চ
থেকে। পরে দু’জনকে থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন উপস্থিত অন্যান্য কংগ্রেস নেতারা।

[আরও পড়ুন- প্রয়াত আইটিসি চেয়ারম্যান যোগেশচন্দ্র দেবেশ্বর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর]

প্রসঙ্গত উল্লেখ্য, তেলেঙ্গানার বর্ষীয়ান কংগ্রেস নেতা ভি হনুমন্ত রাও ইউপিএ সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। এর পাশাপাশি একসময়ে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের কংগ্রেস সভাপতির দায়িত্বও সামলেছেন তিনি।

গত মার্চে উত্তরপ্রদেশের সন্ত কবীর নগরে একটি শিলান্যাস অনুষ্ঠান নিয়ে বৈঠকে বসেছিলেন বিজেপির সাংসদ শরদ ত্রিপাঠী ও  বিধায়ক রাকেশ সিং। বৈঠকের মাঝে শিলান্যাসের ফলকে কার নাম থাকবে তা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সেসময় আচমকা রাকেশ সিং-কে জুতোপেটা করতে শুরু করেন শরদ। প্রথমে জুতোর বাড়ি খেলেও পরে পালটা মার দেন রাকেশও।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement