Advertisement
Advertisement

Breaking News

Balakot

পুলওয়ামা-বালাকোট নিয়ে প্রশ্ন রেবন্তর, ‘কংগ্রেসের সহায়ক পাকিস্তান’, পালটা বিজেপির

'মোদি কেবল পুলওয়ামা হামলার রাজনৈতিক ফায়দা তুলেছেন', খোঁচা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর।

Telangana CM questions Balakot airstrike, BJP strikes back
Published by: Biswadip Dey
  • Posted:May 11, 2024 1:29 pm
  • Updated:May 11, 2024 1:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের আবহে ফের ২০১৯ সালের পুলওয়ামায় জঙ্গি হামলা ও বালাকোটে বিমান হানা নিয়ে বিতর্ক। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির মন্তব্য ও এর জবাবে বিজেপির পালটা নিয়ে শোরগোল তুঙ্গে। বিজেপির জাতীয় সভাপতি শেহজাদ পুনাওয়ালার দাবি, কংগ্রেস (Congress) পাকিস্তানের থেকে ‘সাহায্য’ নিচ্ছে।

তাঁকে বলতে শোনা গিয়েছে, ”এখন পরিষ্কার হয়ে গিয়েছে এটা কোনও কাকতালীয় বিষয় নয়। কংগ্রেস পাকিস্তানের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসবাদকে সমর্থন করছে এবং ওদের ক্লিনচিট দিচ্ছে। রেবন্ত রেড্ডি যে কেবল পাকিস্তানকে (Pakistan) পুলওয়ামা থেকে ক্লিনচিট দিয়েছেন তাই নয়, ভারতের সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও প্রশ্ন তুলেছেন। মোদির বিরোধিতা করতে গিয়ে কংগ্রেস সেনার সাহস নিয়েও পর্যন্ত প্রশ্ন তুলছে। আসলে ওদের একটা প্রজেক্ট দেওয়া হয়েছে আন্তর্জাতিক আঙিনায় পাকিস্তানতে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্তি পাওয়ানোর। বদলেও কংগ্রেসও পাকিস্তানের থেকে সাহায্য নিচ্ছে।” এদিকে বিজেপি নেতা প্রকাশ রেড্ডিও রেবন্তকে খোঁচা দিয়ে বলেন, ওঁর আচরণ জাতীয় ঐক্যের বিরোধী। এই ধরনের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন’।

Advertisement

[আরও পড়ুন: নেপথ্যে শাহজাহান অনুগামীরা? সন্দেশখালিতে ফের অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য]

কী বলেছিলেন রেবন্ত? তিনি বলেছিলেন, ”মোদির (PM Modi) কাছে সবটাই রাজনৈতিক। ভোটে জেতাটাই শেষ কথা। সময় এসেছে মোদি ও বিজেপির হাত থেকে দেশকে বাঁচানোর। যাই জিজ্ঞেস করুন ওরা বলবে ‘জয় শ্রীরাম’। পুলওয়ামা হামলা ওরা আটকাতে পারেনি। আমাদের গোয়েন্দা সূত্র কী করছিল? কেউ জানে না এয়ারস্ট্রাইক আদৌ হয়েছিল কিনা।” সেই সঙ্গেই পুলওয়ামা হামলা প্রসঙ্গে মোদিকে কাঠগড়ায় তুলে তাঁর দাবি, ”মোদি পুলওয়ামা হামলার রাজনৈতিক ও নির্বাচনী সুবিধা নিয়েছেন। আমি ওঁর কাছে জানতে চাই, আপনি কী করছিলেন? এটা ঘটল কীভাবে? দেশের অভ্যন্তরীণ সুরক্ষাকে মজবুত করতে তিনি কী করেছেন?”

[আরও পড়ুন: মন্দিরে মাথায় হাত দিলীপের! শেষবেলার প্রচারে কীর্তি আজাদকে ব্যঙ্গ বিজেপি প্রার্থীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement