Advertisement
Advertisement
Tejaswi Yadav

বিহারে তেজস্বীর কনভয়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত এক, আহত ৬ পুলিশকর্মী-সহ ১০

কী করে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা?

Tejaswi Yadav convoy car met accident in Bihar, one died, 10 injured | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:February 27, 2024 9:06 am
  • Updated:February 27, 2024 9:06 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনার কবলে তেজস্বী যাদবের (Tejaswi Yadav) কনভয়ের গাড়ি। ঘটনাস্থলেই মৃত গাড়ির চালকের। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১০ জন। তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। আহতদের মধ্যে রয়েছেন ৬ পুলিশকর্মী।

কীভাবে দুর্ঘটনা ঘটল? জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের আগে জন বিশ্বাস যাত্রা শুরু করেছেন বিহার (Bihar) বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী। সোমবার পূর্ণিয়ায় পৌঁছেছে সেই যাত্রা। বেলাউড়ি এলাকার পূর্ণিয়া-কাটিহার হাইওয়ে দিয়ে যাচ্ছিল তেজস্বীর কনভয়। সেই সময়েই ভুল করে অন্য লেনে ঢুকে পড়ে কনভয়ের একটি গাড়ি। তাতেই দুর্ঘটনা ঘটে যায়। উলটো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তেজস্বীর কনভয়ের গাড়ির।

Advertisement

[আরও পড়ুন: ‘জনগর্জন’ কেন ব্রিগেডে? পুরুলিয়ায় আজ বার্তা দেবেন মমতা]

ঘটনাস্থলেই মৃত্যু হয় কনভয়ের গাড়ির চালক মহম্মদ হালিমের। দুই গাড়ি মিলিয়ে মোট ১০ জন আহত হন। তাঁদের মধ্যে রয়েছেন ৬ জন পুলিশকর্মী। রয়েছেন এক মহিলাও। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। তবে আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়েই স্থানীয় এসপি উপেন্দ্রনাথ ভার্মা হাসপাতালে যান। আহতদের দেখে আসেন তিনি। তবে কনভয়ে দুর্ঘটনা ঘটলেও সুরক্ষিত রয়েছেন তেজস্বী। কিন্তু চার লেনের হাইওয়ে ধরে চলার সময়ে কী করে কনভয়ের গাড়ি অন্য লেনে চলে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে। 

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে রাজ্যের প্রত্যেকটি জেলায় বিশেষ যাত্রা করছেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। গত লোকসভায় বিহার থেকে একটি আসনও জিততে পারেনি তেজস্বীর আরজেডি। এবার মানুষের মন পেতে যাত্রা শুরু করেছেন লালুপুত্র। তার মধ্যেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।

[আরও পড়ুন: ১০০ দিনের বকেয়া মজুরি মেটাল রাজ্য, দিকে দিকে উচ্ছ্বাসের ঢল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement