Advertisement
Advertisement
Tejashwi Yadav

ইন্ডিয়া জোট শুধু লোকসভার জন্য! এবার বললেন তেজস্বী, বাড়ছে ভাঙন জল্পনা

আরজেডি নেতা একপ্রকার বিজেপি বিরোধী জোটের প্রাসঙ্গিকতাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন।

Tejashwi Yadav's Remark Sparks Speculation in India alliance

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:January 10, 2025 12:24 pm
  • Updated:January 10, 2025 1:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত দিন যাচ্ছে ততই ইন্ডিয়া জোটে ভাঙনের জল্পনা বাড়ছে। বৃহস্পতিবার কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা প্রকাশ্যেই বলেছিলেন, যেভাবে চলছে তাতে ইন্ডিয়া জোট ভেঙে দেওয়াই উচিত। এবার তেজস্বী যাদবের কথাতেও ভাঙন জল্পনা উসকে গেল। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বললেন, ইন্ডিয়া জোট শুধু লোকসভার জন্য তৈরি হয়েছিল।

ঠিক কী বক্তব্য তেজস্বীর? আরজেডি নেতা একপ্রকার বিজেপি বিরোধী জোটের প্রাসঙ্গিকতাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। তিনি বলেছেন, “দিল্লিতে যে কংগ্রেস এবং আম আদমি পার্টি একে অপরের বিরুদ্ধে লড়ছে, এতে অস্বাভাবিক কিছু নেই। লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোই ছিল সকলের মূল লক্ষ্য। ইন্ডিয়া জোট ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপিকে হারানোর জন্য। ফলে এখন আলাদা লড়াটা অস্বাভাবিক নয়।”

Advertisement

তেজস্বীর মন্তব্যে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে। তাহলে কি বিহারেও আগামী দিনে ভাঙবে ইন্ডিয়া জোট? তেজস্বী অবশ্য সে কথা বলছেন না। তিনি বলছেন, বিহারে কংগ্রেস ও আরজেডির জোট ভাঙবে না। কারণ কংগ্রেস এবং আরজেডি বহুদিনের পুরনো জোটসঙ্গী। এটা শুধু লোকসভার জন্য তৈরি হওয়া জোট নয়। তবে তেজস্বীর কথায়, সার্বিকভাবে গোটা ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল। প্রশ্নটা আরও উঠছে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার মন্তব্যে।

বৃহস্পতিবারই ওমর বলেছিলেন, “লোকসভার পর সেভাবে ইন্ডিয়া জোটের কোনও বৈঠক হয়নি। আমাদের এজেন্ডা ঠিক হয়নি। আমার যতদূর মনে হয় এই জোটের কোনও সময়সীমা দেওয়া ছিল না। যদি সেটা শুধু লোকসভা ভোটের জন্য হয়ে থাকে, তাহলে আমার মনে হয় আমাদের একসঙ্গে বসে আলোচনা করে জোট ভেঙে দেওয়া উচিত।” ওমরের সাফ কথা, যদি জোট থেকে থাকে তাহলে সবার একসঙ্গে লড়াই করা উচিত। নাহলে জোট ভেঙে দেওয়া উচিত। তেজস্বীর কথাতেও এক সুর শোনা গেল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement