সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ফের সরকার গড়তে চলছে এনডিএ জোট। শনিবারই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি। তবে তিনি এখন অনেকটাই শরিক নির্ভর। আর এখানেই ‘কিংমেকার’ হয়ে উঠে এসেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে নানা মহলেই জল্পনা তিনি নাকি তলে তলে যোগাযোগ রাখছেন ইন্ডিয়া জোটের সঙ্গে। সেই জল্পনা উসকে দিয়েছে একটি ছবি। যেখানে খোশ মেজাজে নীতীশকে কথা বলতে দেখা দিয়েছে বিরোধী আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে। প্রশ্ন উঠতে শুরু করে নীতীশের কানে কোন মন্ত্রণা দিয়েছেন লালুপুত্র?
অব কি বার চারশো পার। চব্বিশের নির্বাচনে বিজেপির এই স্বপ্ন ভেঙে জোর ধাক্কা দিয়েছে ইন্ডিয়া জোট। যে কারণে তিনশো আসনও পেরতে পারেনি এনডিএ। কিন্তু জোটসঙ্গীদের সঙ্গে নিয়ে সরকার গড়ছে তারা। আর রাজনীতির এই সমীকরণে উল্লেখযোগ্য নাম হয়ে উঠে এসেছেন নীতীশ। বুধবার জোট শরিকদের সঙ্গে বৈঠক করতে তিনি যান দিল্লিতে। আর তাৎপর্যপূর্ণ ভাবে সেই বিমানেই তাঁর পিছনের আসনে ছিলেন তেজস্বী। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবিই। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে জেডি(ইউ) প্রধানের সঙ্গে তেজস্বী কী কথা বলেছিলেন তা জানতেই আগ্রহী হয়ে পড়েন সকলে।
তবে এর উত্তর নিজেই দিয়েছেন লালুপুত্র। বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, “এনডিএ-র কাছে সরকার গড়ার মতো আসন সংখ্যা রয়েছে। কিন্তু আমরা এমন সরকার চাই যে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেবে। যদি নীতীশ কুমার কিংমেকার হয়ে থাকনে তাহলে এটাই তাঁর কাছে সুবর্ণ সুযোগ। এবার বিহারের বিশেষ মর্যাদা তাঁকেই সুনিশ্চিত করতে হবে। দেশজুড়ে জাত গণনার দাবি জানাতে হবে তাঁকেই।” এই নির্বাচনে যে মোদি ম্যাজিক ছাপ ফেলতে পারেনি সেই নিয়েও কটাক্ষ করেন তেজস্বী। তাঁর কথায়, “এই প্রথমবার প্রধানমন্ত্রীর ম্যাজিকের ভরাডুবি হয়েছে। তাঁর ম্যাজিক শেষ হয়ে গিয়েছে। এবার গড়ার জন্য তাঁকে এনডিএ-র শরিকদের উপর নির্ভর করতে হচ্ছে।”
এদিকে, সুযোগের সদ্ব্যবহার করেছন নীতীশও। বুধবার এনডিএ’র সব শরিকদের নিয়ে রাজধানীর ৭ লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হয়। সূত্রের খবর, রেলমন্ত্রকের দাবি জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। পাশাপাশি অমিত শাহকে নাকি পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবেও দেখতে চাইছেন না জেডি(ইউ) প্রধান। এই সব দাবিদাওয়ার মধ্য থেকে সামঞ্জস্যপূর্ণ রফাসূত্র বের হওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। তবে এখন না হলেও আগামিদিনে ‘পলটুরাম’ ফের এনডিএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইন্ডিয়া জোটে যোগ দেবেন কি না সেদিকে নজর থাকবে সকলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.