সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় তাদের সম্পর্ক ছিল চাচা-ভাতিজার। এখন অনেকটা সাপে-নেউলের। কথা হচ্ছে বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের। নীতীশ মহাজোট ছেড়ে বেরিয়ে যাওয়ার পর বিহারের দুই হেভিওয়েট নেতার কাজিয়া চূড়ান্ত মাত্রা নিয়েছে। পরিস্থিতি এমনই, যে এবার খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিসিটিভির মাধ্যমে বাড়িতে উঁকি দেওয়ার অভিযোগ আনলেন আরজেডি নেতা।
Is this Nitish Ji’s paranoia for security or many other insecurities, frustrations & apprehensions with tht he has put only CCTV camera right on the boundary wall b/w his & mine residence to snoop over?
Why CM needs a camera only thr with already a permanent security check post? pic.twitter.com/EljUO5EiLf
— Tejashwi Yadav (@yadavtejashwi) November 15, 2018
পাটনায় নীতীশ কুমারের বাংলোর পাশেই থাকেন তেজস্বী। উপমুখ্যমন্ত্রী থাকাকালীন এই সরকারি বাড়িটি বরাদ্দ করা হয়েছিল তেজস্বীর জন্য। পরে উপমুখ্যমন্ত্রীর কুরসি চলে যাওয়ার পর বাড়িটিও খালি করার নির্দেশ দেওয়া হয় তাঁকে। যদিও, পরে পরিবারের পাশে থাকা এবং মুখ্যমন্ত্রীর বাড়িতে যাতায়াতের সুবিধার কারণ দেখিয়ে বাড়িটি নিজের কাছে রেখে দেওয়ার আবেদন করেন তেজস্বী যাদব। সেই আবেদনই তাঁর কাছে কাল হচ্ছে। কারণ, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এখন অভিযোগ করছেন, তাঁর বাড়িতে নাকি সিসিটিভি নজরদারি চালাচ্ছেন প্রতিবেশী। এই প্রতিবেশীটি আবার অন্য কেউ নন, খোদ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর বাংলোর ছাদে সদ্য একটি সিসিটিভি বসানো হয়েছে। আর তা তাক করা হয়েছে এক্কেবারে তেজস্বীর বাড়ির দিকে। এমনই অভিযোগ তেজস্বীর। তিনি বলছেন, চাচা নীতীশ এভাবেই তাঁর গতিবিধি নজরে রাখতে চাইছেন। সোশ্যাল মিডিয়ায় নীতীশের লাগানো সিসিটিভির ছবিটি পোস্ট করে এই অভিযোগ করেন আরজেডি নেতা।
তেজস্বীর সাফ কথা, দিনে দিনে নির্লজ্জ হয়ে উঠছেন নীতীশ। গোটা রাজ্যে একের পর এক অপরাধমূলক কাজ হয়ে চলেছে। সেদিকে নজর না দিয়ে প্রতিবেশীর বাড়িতেই বেশি নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এমনকি মুখ্যমন্ত্রীর লাক্সারি বাংলোর প্রতি আকর্ষণকেও কাঠগড়ায় তুলেছেন তেজস্বী যাদব। যদিও, তেজস্বীর এই অভিযোগের কোনও জবাব দেননি নীতীশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.