নিজস্ব চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাসে প্রথমবার। ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার তেজস (Tejas)। মঙ্গলবার রাজস্থানে (Rajasthan) ভেঙে পড়েছে ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানটি। তবে গোটা ঘটনায় হতাহতের খবর মেলেনি।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দুটো নাগাদ জয়সলমীরের একটি হস্টেলের মাঠে আচমকাই ভেঙে পড়ে তেজস। সঙ্গে সঙ্গেই দাউদাউ করে আগুন ধরে যায়। তবে তার আগেই যুদ্ধবিমান থেকে বেরিয়ে গিয়েছিলেন পাইলট। তার পরেই মাঠে আছড়ে পড়ে তেজস। ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। প্রসঙ্গত, ২০০১ থেকে পরীক্ষামূলকভাবে তেজস চালানো শুরু হয়। তার পরে ২০১৬ সালে বায়ুসেনার (Indian Air Force) অন্তর্ভুক্ত করা হয় তেজস। গত বছরই আধঘণ্টা ধরে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস চালিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) স্বয়ং।
তবে বায়ুসেনার অন্তর্ভুক্ত তেজস ভেঙে পড়ার ঘটনা কোনওদিন ঘটেনি ইতিহাসে। প্রথমবার তেজস ভেঙে পড়ায় নড়েচড়ে বসেছেন বায়ুসেনার আধিকারিকরা। দুর্ঘটনার পরে বায়ুসেনার তরফে টুইট করে জানানো হয়, ইতিমধ্যেই কোর্ট অফ এনকোয়ারি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে এই কমিটি। বায়ুসেনার তরফে বলা হয়, ট্রেনিং করতে গিয়েই ভেঙে পড়েছে তেজস।
#WATCH | Rajasthan | A Light Combat Aircraft (LCA) Tejas of the Indian Air Force crashed near Jaisalmer today during an operational training sortie. The pilot ejected safely. A Court of Inquiry has been ordered to ascertain the cause of the accident. pic.twitter.com/3JZf15Q8eZ
— ANI (@ANI) March 12, 2024
প্রসঙ্গত, রাজস্থানে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানগুলোর প্রদর্শনী চলছে। ভেঙে পড়া তেজস সেই প্রদর্শনীর অংশ ছিল কিনা জানা যায়নি। যুদ্ধবিমান ভেঙে পড়ার পরে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে খবর। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমান ভেঙে পড়ার আগের মুহূর্তে প্যারাশুটে চেপে লাফিয়ে পড়েছিলেন পাইলট। তাঁর কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর। কীভাবে তেজস থেকে প্যারাশুটে চেপে বেরলেন পাইলট, ভাইরাল হয়েছে সেই ভিডিও।
Video of what seems to be the last moments of the IAF Tejas which went down in Jaisalmer. The pilot can be seen parachuting down after ejecting. Ist-ever Tejas crash. #CRASH #tejas pic.twitter.com/hB9itnZ180
— Vishnu Som (@VishnuNDTV) March 12, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.