Advertisement
Advertisement
Sikkim

ভয়ংকর ধস সিকিমে, পাহাড় ভেঙে গুঁড়িয়ে গেল জলবিদ্যুৎ কেন্দ্র! ভাইরাল ভিডিও

পাহাড় ভাঙায় আতঙ্কিত স্থানীয়রা।

Teesta Dam Power Station Destroyed After Major Landslide in Sikkim
Published by: Kishore Ghosh
  • Posted:August 20, 2024 5:11 pm
  • Updated:August 20, 2024 5:14 pm  

সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: মঙ্গলবার ভয়ংকর ধসের সাক্ষী হল সিকিম। ধসের জেরে গুঁড়িয়ে গেল তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ। গত কয়েক সপ্তাহ ধরেই ওই জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে বেশ কয়েক বার ধস নেমেছে। যদিও এদিন সকালে বালুতারে নামের ওই এলাকায় যে ধস নেমেছে তা নজিরবিহীন। স্থানীয় সূত্রে খবর, এই ধসের জেরে পাহাড় লাগোয়া ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা স্টেজ ৫ বাঁধটি ভেঙে গিয়েছে। ভাইরাল হয়েছে ধস নামার সেই ভিডিও।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মঙ্গলবার সকালে পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ছে জলবিদ্যুৎ কেন্দ্রের উপরে। যার ফলে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিস্তার স্টেজ ৫ বাঁধটি। তবে নিহত বা আহতের খবর নেই। পর পর কয়েকটি ধসের ঘটনার জেরে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসাবে আগেই সেখান থেকে কর্মীদের সরানো হয়েছিল বলে জানা গিয়েছে। তবে পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

[আরও পড়ুন: ‘অনুমতি ছাড়া অরুণাচলে প্রবেশ নয়’, ‘বহিরাগত’ রুখতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

প্রসঙ্গত, মঙ্গলবারের ঘটনায় অনেকেরই মনে পড়ছে ২০২৩ সালের বিপর্যয়ের কথা। সেবার লোনাকে হিমবাহসৃষ্ট হ্রদ ফেটে ভয়ংকর দুর্ঘটনা ঘটেছিল। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছিল বালুতারের তিস্তার বাঁধটি। তবে জলবিদ্যুৎকেন্দ্রটি সচল অবস্থাতেই ছিল। সেখানেই ফের বিপর্যয় ঘটে গেল।

 

[আরও পড়ুন: ‘আমেরিকাকে সেরাটা দিয়েছি’, বিদায় ভাষণে কেঁদে ফেললেন আবেগঘন বাইডেন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement