Advertisement
Advertisement

বৃষ্টির আশায় জলের মধ্যে টানা ৮ ঘণ্টা নাচ কিশোরীর!

মিনিটে ১২০ বার কত্থকের বিশেষ ঘূর্ণনের নৃত্য পরিবেশন করে সেই কিশোরী ইতিমধ্যেই নিজের নাম তুলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে৷

Teenager dances in water for 8 hours for rains in B'khand
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 27, 2016 9:13 pm
  • Updated:June 27, 2016 10:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টির বড় অভাব রাজ্যে৷ তাই বৃষ্টির দেবতাকে সন্তুষ্ট করতে জলের মধ্যে কিশোরী একটানা আট ঘণ্টা নাচ করল৷ বুন্দেলখণ্ডে গত শনিবার এই আশ্চর্য ঘটনাটি ঘটেছে৷
উত্তরপ্রদেশে বৃষ্টির অভাবে নানাধরনের সমস্যা দেখা দিয়েছে৷ এই বছরও বর্ষা ঠিকমতো না আসায় বিপদের সম্মুখীন হচ্ছেন কৃষকরা৷ চাষেরও বিস্তর ক্ষতি হচ্ছে৷
শুধু তাই নয়, অতীতে মিনিটে ১২০ বার কত্থকের বিশেষ ঘূর্ণনের নৃত্য পরিবেশন করে সেই কিশোরী ইতিমধ্যেই নিজের নাম তুলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে৷
১৫ বছরের অঙ্কিতা বাজপেয়ী হাঁটুজলে দাঁড়িয়ে একটানা আট ঘন্টা নাচ করল৷ ‘আব সে সাওয়ান’, ‘বারসো রে মেঘা’-র তালে প্রথমে পাঁচ ঘণ্টা একটানা নেচে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিশোরী৷ কিন্তু মানুষের উৎসাহে তিনি আট ঘণ্টা নাচ করে যাওয়ার সিদ্ধান্ত নেয়৷
গোটা ঘটনাটির বিষয়ে অঙ্কিতার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হলে সে বলে, “একটানা নাচ করে যাওয়া বেশ কঠিন৷ তার উপর জলের মধ্যে একভাবে নাচতে থাকলে প্রচুর শক্তি ক্ষয় হয়৷ দুর্বলতা আসে৷ কিন্তু উপস্থিত দর্শকরা আমাকে প্রচুর উৎসাহ দিয়েছেন৷ তাতেই সব ক্লান্তি যেন দূর হয়ে গিয়েছে৷”
বৃষ্টির দেবতাকে তুষ্ট করতে মাথায় হাড়ি নিয়ে একটানা জলের মধ্যে নেচে চলল ছোট্ট মেয়েটি৷ পুরো সময়ে তার মা এবং তার শিক্ষিকারা তার সঙ্গে ছিলেন৷ এতে তার উৎসাহ দ্বিগুণ হয়ে গিয়েছিল৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement