Advertisement
Advertisement

Breaking News

Delhi

খেলা নিয়ে ঝামেলা! স্কুলের বাইরে উঁচু ক্লাসের ‘দাদা’কে পিটিয়ে মারল ষষ্ঠ শ্রেণির ছাত্র

গ্রেপ্তার ষষ্ঠশ্রেণির পড়ুয়া।

Teen dies after getting beaten to death in Delhi | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:February 25, 2024 10:24 am
  • Updated:February 25, 2024 12:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক! স্কুলের বাইরে দুই পড়ুয়ার হাতাহাতি। আর তার জেরেই মৃত্যু হল ১৪ বছরের কিশোরের। ঘটনাটি ঘটেছে দিল্লির স্কুলে। সূত্রের খবর, খেলা নিয়ে দুজনের অশান্তির জেরে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনাটি। 

Advertisement

দুই পড়ুয়ার বয়স ১২ এবং ১৪ বছর। জানা গিয়েছে, ছোটখাটো বিষয় নিয়ে স্কুলের ভিতরেই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই অশান্তির আঁচ স্কুলের বাইরেও পড়ে। পুলিশ সূত্রে খবর, ১২ বছরের ছেলেটি কিশোরটিকে মারধর শুরু করে। অভিযোগ, পর পর কয়েকটি ঘুষি মারে সে। গুরুতর জখম হয় ষষ্ঠশ্রেণির পড়ুয়া। তড়িঘড়ি তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচাতে পারেননি। অতিরিক্ত রক্তপাতের কারণেই ১৪ বছরের কিশোরটির মৃত্যু হয়, জানিয়েছেন চিকিৎসকরা।

[আরও পড়ুন: ‘শেখ শাহজাহানের চামড়া, গুটিয়ে দেব আমরা’, বিজেপির স্লোগানের পালটা দিল তৃণমূল]

এদিকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। ফুটেজ দেখেই অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বাভাবিকভাবেই স্কুল পড়ুয়াদের মধ্যে সামান্য মতান্তর থেকে খুনোখুনির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

[আরও পড়ুন: ‘জমি নিয়ে থাকলে ফেরত দিন’, সন্দেশখালি গিয়ে অভিষেকের বার্তা শোনালেন সেচমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub