সোমনাথ রায়, নয়াদিল্লি: একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ এখনই প্রকাশ্যে ওএমআর শিট প্রকাশ করবে না স্কুল সার্ভিস কমিশন। বরং মুখ বন্ধ খামে ওএমআর শিট জমা করতে হবে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের বিচারপতিরা ওই শিট খতিয়ে দেখবেন। মঙ্গলবার এমনই নির্দেশ দিল বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চ।
একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার ওএমআর শিট বা উত্তরপত্র প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ দু’পক্ষকেই দু’সপ্তাহের মধ্যে ওএমআর শিট প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মামলার পরবর্তী শুনানি ২৪ জুলাই। আদালত জানিয়েছে, প্রকাশিত তালিকায় স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে প্রার্থীর নাম, বাবার নাম পরিচয়, প্রাপ্ত নম্বর-সহ অন্যান্য বিস্তারিত তথ্য। এদিন সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে।
এদিন সেই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। সিল বন্ধ খামে জমা দিতে হবে ৫ হাজার ৫০০ ওএমআর শিট। নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালতে বিচারপতি অনিরুদ্ধ বসুর নেতৃত্বাধীন বেঞ্চের। হাই কোর্টের নির্দেশ মাফিক ওএমআর শিট প্রকাশ না হলে মেধাতালিকা প্রকাশ করতে হবে। সিবিআইয়ের উদ্ধার করা বিকৃত উত্তরপত্রও প্রকাশ করার কথা জানিয়েছে শীর্ষ আদালত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.