Advertisement
Advertisement
Abhishek Banerjee

মিলল না ‘রক্ষাকবচ’, নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ED, CBI

প্রয়োজনে ফের নতুন করে হাই কোর্টে আবেদন জানাতে পারবেন।

Teacher recruitment scam: No SC protection for Abhishek Banerjee from ED, CBI grilling | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 10, 2023 1:30 pm
  • Updated:July 10, 2023 3:39 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার শুনানিতে এই মামলায় সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেলেন না তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।  যে কোনও সময়ে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সিবিআই। সেইসঙ্গে ২৫ লক্ষ টাকা জরিমানার যে নির্দেশ ছিল হাই কোর্টের, তা বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)। তবে প্রয়োজনে কলকাতা হাই কোর্টে (Calcutta HC) নতুন করে আবেদন করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছে তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। তাঁর কাছেই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যায়। অভিষেকের নাম বলার জন্য কুন্তলকে চাপ দেওয়া হচ্ছে, এই মর্মে তিনি  চিঠি দিয়েছিলেন আদালতে। তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারীরা জানান, এই দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। আবেদন মেনে  হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ ইডি, সিবিআইকে ছাড়পত্র দেন। তদন্তে সহযোগিতা না করলে অভিষেককে ২৫ লক্ষ টাকার জরিমানা দিতে হবে বলেও জানান তিনি।

Advertisement

[আরও পডুন: বিজেপির ‘দালালি’ বন্ধের দাবি, ‘কমরেড’দের বিক্ষোভে তালা বন্ধ আলিমুদ্দিনের পার্টি অফিসে!]

হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইতিমধ্যেই এই মামলার একদফা শুনানি হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। আগের শুনানিতে শীর্ষ আদালত সিবিআই-কে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। সোমবার শীর্ষ আদালত জানিয়ে দিল, ইডিও চাইলে নিয়োগ মামলায় অভিষেককে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। তবে তিনি চাইলে নতুন করে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আবেদন করতেই পারেন। এ বিষয়ে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ”সুপ্রিম কোর্ট নিয়ে কিছু বলব না। অভিষেক কোনও জ্ঞানত অন্যায় করেনি।”

[আরও পডুন: মায়ের ভোট দিলেন ছেলে! জানেনই না প্রিসাইডিং অফিসার, বিতর্ক কাঁকসার বুথে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement