সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ভারতের রাস্তা কি খুলে গেল বিজেপির জন্য? শনিবারের বারবেলা দক্ষিণের অন্যতম বড় রাজ্য অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে যে বড়সড় পটপরিবর্তন হল, সেটা অন্তত দক্ষিণের দুয়ারে বিজেপির আগমনেরই বার্তা দিচ্ছে। ৬ বছর পর এনডিএ-তে (NDA) প্রত্যাবর্তন করলেন অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। শনিবার সরকারিভাবে চন্দ্রবাবু ঘোষণা করলেন, সেরাজ্যের আসন্ন বিধানসভা এবং লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়বে টিডিপি, বিজেপি এবং জনসেনা।
অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দিল্লিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে গত দু’দিনে দফায় দফায় বৈঠক হয়েছে চন্দ্রবাবুর। তারপরই কেটেছে জোটের জট। নায়ডু এদিন বলেন,”এটা গোটা দেশ এবং অন্ধ্রপ্রদেশের জন্য ভালো পরিস্থিতি। এই জোট অন্ধ্রের সব আসনে জয় পাবে।” পরে বিজেপির তরফে যৌথ বিবৃতি দিয়ে জোটের কথা ঘোষণাও করা হয়েছে। ২০১৮ সালে এনডিএ ছাড়েন চন্দ্রবাবু নায়ডু। ৬ বছর পর প্রত্যাবর্তন করছেন তিনি।
প্রাথমিকভাবে বিজেপি এবং চন্দ্রবাবু নায়ডুর (Chandrababu Naidu) যা আলোচনা হয়েছে, তাতে অন্ধ্রে লোকসভায় বিজেপিকে বেশ কয়েকটি আসন ছাড়তে পারে টিডিপি। তুলনায় বিধানসভায় কম আসনে লড়বে গেরুয়া শিবির। রফা অনুযায়ী অন্ধ্রের ২৫ লোকসভা আসনের মধ্যে ৬টি আসনে লড়বে বিজেপি। পবন কল্যাণের জনসেনা লড়বে ২ আসনে। বাকি আসনগুলিতে লড়বে টিডিপি। আর ১৭৫ আসনের বিধানসভায় সিংভাগ আসনে লড়বে জনসেনা এবং টিডিপি। বিজেপি (BJP) ১০-১৫টি আসন পেতে পারে। যদিও এই আসনরফা চূড়ান্ত হয়নি। আগামী দু-তিন দিনের মধ্যে চূড়ান্ত আসন সমঝোতার সূত্র জানিয়ে দেওয়া হবে বিজেপির তরফে।
লক্ষ্য ৪০০। সেই লক্ষ্যে পৌঁছতে রাজ্যে রাজ্য জোটসঙ্গী খুঁজছে বিজেপি। বিশেষ করে দক্ষিণ ভারতে। দীর্ঘ চেষ্টার পরও দক্ষিণে সেভাবে দাঁত ফোটাতে পারেনি গেরুয়া শিবির। ২০২৪-এ অন্ধ্রে এই জোট বিজেপির জন্য দক্ষিণের দুয়ার অনেকটাই খুলে দিতে পারে। এবার বিজেপি অন্ধ্রের মতো রাজ্যে শক্তিশালী জোটসঙ্গীর হাত ধরে ৬টি আসনে লড়বে। সংখ্যাটা নেহাত কম নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.