Advertisement
Advertisement

Breaking News

চেয়ারম্যান পদ থেকে সাইরাসকে ছাঁটল টাটা স্টিল

এই সিদ্ধান্তের পর টাটাদের সঙ্গে সাপুরজি-পালোনজি গোষ্ঠীর সম্পর্কও যে প্রশ্নের মুখে পড়ল তা বলাই যায়৷

Tata Steel removes Cyrus Mistry as chairman, independent director O P Bhatt to replace him
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 25, 2016 8:05 pm
  • Updated:November 25, 2016 8:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  টাটা সন্সের চেয়ারম্যান পদ আগেই গিয়েছিল৷ এবার টাটা স্টিল থেকেও চেয়ারম্যান পদ গেল তাঁর৷ টাটার কাজকর্ম থেকে একরকম ছেঁটেই ফেলা হল সাইরাস মিস্ত্রিকে৷

কিছুদিন আগেই প্রায় বিনা নোটিসে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে৷ পরিবর্তে অন্তর্বতীকালীন চেয়ারম্যান হয়ে ফেরেন খোদ রতন টাটাই৷ আচমকা নেওয়া এ সিদ্ধান্তে হতবাক হয়েছিল গোটা দেশ৷ টাটার ব্যবসার নিরিখে চেয়ারম্যানের অপসারণের কোনও সহজবোধ্য কারণ খুঁজে পাচ্ছিলেন না কেউই৷ জানা যাচ্ছিল, সাইরাসের সংস্থা পরিচালনার ধরনের সঙ্গে মিল হচ্ছিল না টাটাদের৷ তার জেরেই সরতে হয়েছিল তাঁকে৷ কিন্তু বিনা নোটিসে এই অপসারণ রীতিমতো অসম্মানেরই ছিল সাইরাসের পক্ষে৷ তারপর থেকে চাপানউতোর চলছিলই৷ উপরমহলে রদবদল নিয়ে কর্মীদের ভাবনা করতে মানা করেছিলেন রতন টাটা৷ অন্যদিকে, নিজের স্বপক্ষে একের পর এক যুক্তি খাড়া করছিলেন সাইরাস৷ শেষমেশ জানান, একজনের ইগোর কারণেই টাটার এই অবস্থা৷ এবং তিনি টিসিএসকে বিক্রি করতে চেয়েছিলেন বলেও জানান সাইরাস৷ ইঙ্গিত স্পষ্ট ছিল৷ রতন টাটার উদ্দেশ্যে একের পর এক তোপ দাগায় টাটার ভাবমূর্তিতে যে কালি পড়ছিল তা বলাই বাহুল্য৷ আর এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হল৷ টাটা স্টিলের চেয়ারম্যান পদ থেকেও ছাঁটা হল তাঁকে৷ তাঁর স্থলাভিষিক্ত হলেন ও পি ভাট৷

Advertisement

এই সিদ্ধান্তের পর টাটাদের সঙ্গে সাপুরজি-পালোনজি গোষ্ঠীর সম্পর্কও যে প্রশ্নের মুখে পড়ল তা বলাই যায়৷ টাটা গোষ্ঠীতে ব্যক্তিগত শেয়ারের নিরিখে শীর্ষে সাপুরজি-পালোনজিরাই৷ যাদের উত্তরসূরি সাইরাস মিস্ত্রি৷ কিন্তু এই সিদ্ধান্তের পর ব্যবসায়িক ক্ষেত্রে আরও রদবদল হতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement