Advertisement
Advertisement

Breaking News

তথ্য ফাঁস ক্ষমার অযোগ্য, সাইরাসকে পাল্টা টাটার

এক বিবৃতিতে টাটা সন্স জানিয়েছে, সাইরাসের আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অবমাননাকর৷

Tata Sons hits back; burden of proof is on Cyrus Mistry to back the charges
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 28, 2016 11:06 am
  • Updated:October 28, 2016 11:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাটা গোষ্ঠীর পরিচালন পর্ষদ ও সংস্থার সদ্য অপসারিত চেয়ারম্যান সাইরাস মিস্ত্রিকে ঘিরে চাপানউতোর ক্রমশ জটিল আকার নিচ্ছে৷ প্রকাশ্যেই পরস্পরের বিরুদ্ধে তোপ দাগছেন যুযুধান দুই পক্ষ৷ যার জেরে সংস্থার ভাবমূর্তি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভালভাবেই টের পাচ্ছে টাটা গোষ্ঠী৷ যেভাবে গোপনীয় ই-মেল বার্তা ফাঁস করে দিয়ে সাইরাস সংস্থার ভাবমূর্তি নষ্ট করেছেন, তা ‘অভাবিত’, ‘অমর্যাদাকর’ ও ‘ক্ষমার অযোগ্য’ বলে এবার মন্তব্য করল টাটা সন্স৷ পদ হারানোর পরের দিনই পরিচালন পর্ষদের সদস্যদের পাঠানো বিস্ফোরক ই-মেলে নানা অভিযোগ করেছিলেন সাইরাস৷ বৃহস্পতিবার এক বিবৃতিতে সেগুলির জবাব দিয়েছে টাটা গোষ্ঠীর মূল সংস্থা টাটা সন্স৷ দেশের অন্যতম বৃহত্‍ শিল্পসংস্হার এই লড়াই আরও কেলেঙ্কারির স্তরে যেতে পারে বলে আশঙ্কা বণিকমহলে৷ একটি সূত্রে জানা যাচ্ছে, টাটাদের তরফে ঘনিষ্ঠ শিল্পপতিদের অনুরোধ করা হচ্ছে সাপুরজি-পালনজির শেয়ার কেনার জন্য৷ টাটাদের লক্ষ্য সাপুরজি-পালনজির শেয়ার ঘনিষ্ঠদের দিয়ে কিনিয়ে ওই সংস্থায় সাইরাসের ক্ষমতা খর্ব করা৷ টাটা সন্স-এর দাবি, ভিত্তিহীন ও অবমাননাকর অভিযোগ করছেন সাইরাস৷ চেয়ারম্যান হিসাবে তাঁর সম্পূর্ণ স্বাধীনতা ছিল৷ শুধু তাই নয়, গোপনীয় ই-মেল প্রকাশ করে তিনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন৷ পুনর্মূল্যায়ন হলে সংস্থার সম্পদ থেকে প্রায় ১৮০০ কোটি ডলার মুছে যাবে বলে সাইরাস যে সম্ভাবনার কথা বলেছিলেন, বম্বে স্টক এক্সচেঞ্জে তার জবাবও দিয়েছে টাটারা৷ যদিও এয়ারএশিয়া ইন্ডিয়া নিয়ে চুক্তিতে কোনও কারচুপি ঘটেছিল কি না, সে বিষয়ে নজর রাখছে অসামরিক পরিবহণ মন্ত্রক৷ এই টানাপোড়েনে টাটার নথিভুক্ত সংস্থাগুলির শেয়ার দর হু হু করে পড়ছে৷ গত তিনদিনে শেয়ার মূল্যে প্রায় ২৬ হাজার কোটি টাকা হারিয়েছে টাটারা৷

বৃহস্পতিবার এক বিবৃতিতে টাটা সন্স জানিয়েছে, সাইরাসের আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অবমাননাকর৷ টাটা গোষ্ঠী ও তার অধীনস্থ সংস্থাগুলিকে পরিচালনার ক্ষেত্রে তাঁকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল৷ কিন্তু নানা কারণে তাঁর উপর আস্থা হারিয়ে ফেলেছিলেন পরিচালন পর্ষদের সদস্যরা৷ যেমন, সাইরাসের আমলে সংস্থার পরিচিত কর্মসংস্কৃতি ও মূল্যবোধ ক্রমশ হারিয়ে যাচ্ছিল৷ সংস্থার পরিচালন পর্ষদে অনেক নামী ব্যক্তিত্ব আছেন৷ ভিত্তিহীন অভিযোগ তুলে প্রাক্তন চেয়ারম্যান টাটা সন্সের পরিচালন পর্ষদ, গোষ্ঠীর বিভিন্ন্ সংস্থার পাশাপাশি ওই বিশিষ্টদেরও অপমান করেছেন বলে জানিয়েছে টাটারা৷ তাদের আরও দাবি, যতদিন চেয়ারম্যান ছিলেন, ততদিন তাঁকে কাজ করতে না দেওয়ার কথা বলেননি সাইরাস৷ অভিযোগ তুলেছেন সরিয়ে দেওয়ার পরই৷ প্রামাণ্য নথিপত্র পেশ করে সঠিক সময়ে সংস্থা সমস্ত বিষয়ের জবাব দেবে৷ পরিচালন পর্ষদে থাকা সাইরাস সংস্থার কর্মসংস্কৃতি, মূল্যবোধ, নীতি, পরিচালন পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল হওয়া সত্ত্বেও কর্মীদের কাছে এর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন বলে টাটা সন্স অভিযোগ করেছে৷ গত এক দশকের বেশি সময় সংস্থার নানা দায়িত্ব সামলানোর পর সাইরাসের তরফে এমন মন্তব্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে টাটা সন্স৷ সংস্থার দাবি, ঐতিহ্য মেনে তারা আগামিদিনে যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করবে৷ হাল ছেড়ে দিয়ে পালিয়ে যাবে না৷ গোপনীয় ই-মেলে সদ্য অপসারিত চেয়ারম্যান অভিযোগ করেছিলেন, ন্যানো প্রকল্প-সহ বেশ কয়েকটি অলাভজনক ব্যবসার জেরে সংস্থার ১৮০০ কোটি ডলারের সম্পদ মুছে যেতে পারে৷ যা নিয়ে পাঁচটি টাটা সংস্থার জবাব চেয়েছিল সেবি, বম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ৷ তাদের প্রশ্ন, টাটারা বাজারে নথিভুক্তি ও সংস্থা পরিচালন সংক্রান্ত নিয়ম ভেঙেছে কি না৷ জবাবে টাটা স্টিল, ইন্ডিয়ান হোটেলস স্পষ্ট জানিয়েছে, তারা এতদিন কোনও তথ্য গোপন করেনি৷ নতুন করে কিছু আর জানানোরও নেই৷ সংস্থার অবস্থা নিয়ে তৈরি আর্থিক বিবরণী অডিটরকে দিয়ে খতিয়ে দেখা হয়৷ যেখানে সম্পদের পরিমাণ, অনুৎপাদক সম্পদ, লাভ-ক্ষতির পুরো খতিয়ান থাকে৷ এবং পেশ করার আগে চেয়ারম্যান, পরিচালন পর্ষদ সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেছিল৷ সাইরাস আরও অভিযোগ করেছিলেন, বিমান পরিবহণ ক্ষেত্রেও রতন টাটার আগ্রহে সংস্থা অলাভজনক চুক্তি করতে বাধ্য হয়েছিল৷ এমনকী, ফরেনসিক তদন্তে ২২ কোটি টাকা ভুয়া সংস্থাকে দেওয়ার অভিযোগও করেছিলেন তিনি৷ সাইরাসের দাবি, এয়ারএশিয়ার বোর্ডে থাকা এগজিকিউটিভ ট্রাস্টি এম বেঙ্কটরমন ব্যাপারটি ধামাচাপা দিতে চেয়েছিলেন৷ কিন্তু এক নিরপেক্ষ ডিরেক্টর ইস্তফা দিতে চাওয়ায় ওই ঘটনা নিয়ে এফআইআর দায়ের হয়৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement