Advertisement
Advertisement
Taslima Nasrin

হিন্দুদের গণচিতার ছবি তোলায় মৃত্যু! ভারতীয় চিত্র সাংবাদিককে নিয়ে বিতর্কিত পোস্ট Taslima’র

লেখিকার মতামতকে কটাক্ষ করেছেন নেটিজেনদের একটা বড় অংশ।

Taslima Nasrin escalates new controversy on her facebook post with Danish Siddiqui | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 17, 2021 9:30 pm
  • Updated:July 18, 2021 8:27 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেশার টানে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতির শিকার হয়েছেন ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী (Danish Siddiqui)। আফগানিস্তানের (Afghanistan)কান্দাহারে তালিবানদের সংঘর্ষের মাঝে পড়ে ক্যামেরা হাতেই মৃত্যুবরণ করেছেন তিনি। পুলিৎজারপ্রাপ্ত সাংবাদিকের এই পরিণতি নিয়ে আপাতত তোলপাড় বিভিন্ন মহল। কর্ম আগে না প্রাণ বাঁচানোর তাগিদ আগে? কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে জীবনদর্শনের এই অমোঘ প্রশ্নও উঠছে। এসবের মাঝে কিন্তু লেখিকা তসলিমা নাসরিনের (Taslima Nasrin) বক্তব্য অন্য বিতর্কের জন্ম দিল। ফেসবুক (facebook) পোস্টে তিনি ঘুরিয়েফিরিয়ে লিখলেন, গোঁড়া হিন্দুদের অভিশাপেই দানিশের জীবনে মৃত্যু নেমে এসেছে। তাঁর কর্মফল এগিয়ে দিয়েছে এই পরিণতির দিকে।

কী বলতে চেয়েছেন তসলিমা নাসরিন? তাঁর পোস্টটি পড়লে বোঝা যায়, দানিশের কাজকে তুলে ধরেছেন তিনি। চিত্র সাংবাদিক হিসেবে রয়টার্সের (Reuters) কর্মী দানিশের কাজই ছিল বিভিন্ন ছবি লেন্সবন্দি করা। সেভাবেই তাঁর লেন্সে ধরা পড়েছিল কোভিড জ্বরে জর্জরিত উত্তরপ্রদেশে (Uttar Pradesh) গণচিতা, শ্মশানের ছবি তুলেছেন। সেসব ছবির ভয়াবহতার জন্য বিদেশে প্রশংসিতও হয়েছে। এভাবেই দানিশ করোনার (Corona Virus) অভিশাপের কথা বলতে চেয়েছেন।

[আরও পড়ুন: দিল্লিতে মোদি-পওয়ার বৈঠক! কী নিয়ে আলোচনা দুই নেতার, শুরু জল্পনা]

তসলিমার বক্তব্য, সেই কারণে দানিশ গোঁড়া হিন্দুত্ববাদীদের রোষানলে পড়েছিলেন। কেউ কেউ মনে করছেন, দানিশ ইচ্ছে করে হিন্দুদের অসম্মানের জন্য এসব ছবি ছড়িয়ে দিচ্ছেন। এতে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। কিন্তু কীসের অসম্মান? হিন্দুদের মৃত্যুর পর দাহ (cremation) হয় শ্মশানে – এটাই রীতি। দানিশ তো সেই রীতিরই ছবি ক্যামেরাবন্দি করেছেন। আর বোঝাতে চেয়েছেন, কোভিড এমন এক পরিস্থিতি তৈরি করল যে শ্মশানের ‘শান্তি’ও উধাও। কিন্তু কট্টরবাদীদের তো কোনও যুক্তিতে বোঝানো যায় না, এমনই মনে করেন লেখিকা।

Advertisement

[আরও পড়ুন: ইদ উপলক্ষে লকডাউনে ছাড় বামশাসিত কেরলের, তুঙ্গে বিতর্ক]

আর এখানেই তিনি দানিশের ‘কর্মফল’ নিয়ে দার্শনিক ব্যাখ্যা দিতে চেয়েছেন। ‘বেদ’বর্ণিত ‘কর্মফলে’র নতুন ব্যাখ্যা উঠে এসেছে তসলিমার পোস্টে। প্রশ্নোত্তরের ধাঁচে লেখা পোস্টে কাজ ও কাজের ফলাফলকে মৃত্যুর সঙ্গে সংযুক্ত করেছেন লেখিকা। বলতে চেয়েছেন, চিত্র সাংবাদিক হিসেবে যত ভাল কাজই করুন না কেন দানিশ, হিন্দুত্ববাদীদের অভিশাপে তাঁর এই মর্মান্তিক পরিণতি। আর তাঁর এই পোস্ট ঘিরে ফের বিতর্ক তৈরি হয়েছে। দানিশের মৃত্যু দুঃখজনক। তার সঙ্গে হিন্দুত্ব, কর্মফল – এসব যুক্ত করার অর্থ কী? এই প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ তাঁর এই ব্যাখ্যা কার্যত উড়িয়ে দিয়েছেন। হিন্দুত্বের অবমাননা, অভিশাপ সংক্রান্ত যা তিনি লিখেছেন, সেসবই বস্তুত তাঁর ধরে নেওয়া বক্তব্য বলে পালটা আক্রমণেও নেমেছেন অনেকেই।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement