সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তানিষ্কের (Tanishq) বিজ্ঞাপন নিয়ে বিতর্কের মাঝে নয়া অশান্তি। গুজরাটে গান্ধীধামের শোরুমে বেশ কয়েকজন হানা দেয় বলেই অভিযোগ। ওই বিজ্ঞাপন হিন্দুত্ববাদীগের আবেগে ধাক্কা দিয়েছে বলেই দাবি। সূত্রের খবর, তাই শোরুমের ম্যানেজারকে বিজ্ঞাপনের জন্য লিখিত ক্ষমা প্রার্থনাও করতে হয়।
মুসলমান পরিবারের ছেলের সঙ্গে হিন্দু পরিবারের মেয়ের বিয়ে। আর সেই মুসলিম পরিবারের পুত্রবধূর সাধভক্ষণ নিয়ে বিজ্ঞাপন তৈরি করে বিপাকে তানিষ্ক। ওই বিজ্ঞাপনের মাধ্যমে লাভ জেহাদের মতো ইস্যুকেই নাকি কার্যত উসকানি দেওয়া হয়েছে বলেই উঠেছে অভিযোগ। রীতিমতো ক্ষোভপ্রকাশ করতে থাকে নেটিজেনদের একাংশ। কেউ লেখেন, ‘‘সবসময় বিজ্ঞাপনে একজন গৃহবধূকে হিন্দুই হতে হবে, মুসলিম হন না কেন?’’ কেউ লেখেন, ‘‘এমন একটি বিজ্ঞাপন তৈরি করুন যেখানে মুসলিম গৃহবধূ তাঁর হিন্দু শ্বশুরবাড়ির সঙ্গে ইদ পালন করছে।’’ এমনকী বিষয়টি নিয়ে টুইট করেন কঙ্গনাও। সরাসরি না বললেও তিনি লেখেন,‘‘বিজ্ঞাপনটিতে হিন্দু মেয়েটিকে যেভাবে ভীত-সন্ত্রস্থ দেখিয়েছে, তা একদম ঠিক নয়।’’
Please @TanishqJewelry also show an ad where a muslim woman celebrates eid with her hindu in-laws.
Also hire few dozen exxtra security guards around your showrooms and offices because that offense generally tends to become deadly. #BoycottTanishq https://t.co/ImACJ3mFEs
— Maddy (@jai_in_) October 12, 2020
এদিকে, অনেকেই আবার ভারতীয় সংস্কৃতির উদাহরণ টেনে বিজ্ঞাপনটির প্রশংসা করেছেন। কেউ আবার যাঁরা ট্রোল করছেন তাঁদেরই পালটা সমালোচনা করেছেন। কংগ্রেস সাংসদ শশী থারুরও (Shashi Tharoor ) বিজ্ঞাপনটির পক্ষে টুইট করেন।
So Hindutva bigots have called for a boycott of @TanishqJewelry for highlighting Hindu-Muslim unity through this beautiful ad. If Hindu-Muslim “ekatvam” irks them so much, why don’t they boycott the longest surviving symbol of Hindu-Muslim unity in the world — India? pic.twitter.com/cV0LpWzjda
— Shashi Tharoor (@ShashiTharoor) October 13, 2020
তবে চাপের মুখে বিজ্ঞাপনটি সরিয়ে দিতে বাধ্য হয় ওই গয়না প্রস্তুতকারক সংস্থা। তবে তারপরেও নয়া অশান্তি। গুজরাটের গান্ধীধামের শোরুমে বহু মানুষের হানার ঘটনায় আতঙ্কে তানিষ্কের কর্মীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.