Advertisement
Advertisement
Madhya Pradesh

কোভিড কেড়েছে বাবা ও দাদুকে, তবু লক্ষ্যে অবিচল, ১৫ বছরেই স্নাতক পরীক্ষায় বিস্ময় কন্যা!

১৩ বছর বয়সে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয় কিশোরী।

Tanishka Sujit of Madhya Pradesh Age 15 appears for BA final year exam | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:April 11, 2023 12:30 pm
  • Updated:April 11, 2023 12:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের কঠিন চ্যালেঞ্চ সামলে, একের পর হার্ডেল ডিঙিয়ে বাস্তবিক অসাধ্য সাধন করে চলেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কিশোরী তানিষ্কা সুজিত। বয়স মাত্র ১৫ বছর। অথচ এখনই সে অনেকের অনুপ্রেরণা। যে বয়সে মাধ্যমিক বা দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় বসে পড়ুয়ারা, সেই বয়সে বিএ ফাইনাল পরীক্ষায় বসতে চলেছে মধ্যপ্রদেশের ইন্দোর শহরের বাসিন্দা তানিষ্কা। সব ঠিক থাকলে ১৫ বছরেই স্নাতক হয়ে নজির গড়বে সে।

কেবল মেধার কারণে নয়, জীবনযুদ্ধের লড়াকু সৈনিকও তানিষ্কা। ২০২০ সালে করোনায় বাবা ও দাদুকে হারায় এই কিশোরী৷ ভেঙে না পড়ে নিজের লক্ষ্যে অবিচল ছিল সে৷ বিপুল বেদনা থেকে মুক্তি পেতে পড়াশোনাকেই সঙ্গী করে তানিষ্কা। ইন্দোরের দেবী আহলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মাত্র ১৩ বছর বয়সে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা উত্তীর্ণ হয়। এবার সাইকোলজি নিয়ে বিএ ফাইনাল ইয়ারের পরীক্ষায় বসতে চলেছে৷ আগামী ১৯ থেকে ২৮ এপ্রিল হবে সেই পরীক্ষা৷

Advertisement

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, হতাশ আন্দোলনকারীরা]

তানিষ্কার মেধা ও লড়াইয়ের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) কানেও পৌঁছেছে। যার পর গত পয়লা এপ্রিল ভোপালে মোদির সঙ্গে সাক্ষাতের সুযোগ পায় মেধাবী ছাত্রী। তানিষ্কা সেদিন প্রধানমন্ত্রীকে জানায়, ভবিষ্যতে আইন নিয়ে পড়াশোনা করতে চায়৷ দেশের প্রধান বিচারপতি হতে চায় সে৷ তানিষ্কাকে নিজের স্বপ্নপূরণে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী৷

[আরও পড়ুন: অসমের পর বিহার, সরকারি কর্মীদের জন্য কেন্দ্রীয় হারে DA ঘোষণা করল নীতীশের রাজ্য]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement