Advertisement
Advertisement
Tamil Nadu

বউমার পরকীয়ার ফসল নাতনি! সন্দেহের বশে একরত্তিকে ‘খুন’ ঠাকুমার

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Tamil Nadu woman suspecting daughter-in-law's 'affair' allegedly killed grandchild

প্রতীকী ছবি।

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 22, 2024 4:12 pm
  • Updated:July 22, 2024 4:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরকীয়ায় জড়িয়েছিলেন পুত্রবধু। তারই ফসল নাতনি! এমনই সন্দেহ করতেন ঠাকুমা। আর সেই সন্দেহের বশেই পনেরো মাসের নাতনিকে খুন করতে হাত কাঁপেনি তাঁর! তামিলনাড়ুর আরিয়ালুর জেলায় বালি খাইয়ে একরত্তিকে খুন করার অভিযোগ উঠেছে ওই প্রৌঢ়ার বিরুদ্ধে।  

জানা গিয়েছে, অভিযুক্ত প্রৌঢ়ার নাম বিরুথম্বল। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানায় সমস্ত অপরাধ স্বীকার করেছেন তিনি। পুলিশের কাছে বিরুথম্বলের দাবি, তাঁর পুত্রবধু সন্ধ্যা যখন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয় তখন তাঁর ছেলে রাজা কাজের জন্য বিদেশে ছিল। তার পর জন্ম হয় ওই শিশু কন্যার। নাতনির জন্মের পর থেকেই তাঁর সন্দেহ ছিল, এ সন্তান সন্ধ্যার পরকীয়ার ফসল। ছেলের অনুস্পস্থিতিতে সে অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। এনিয়ে পরিবারে নানা অশান্তিও হত।

Advertisement

[আরও পড়ুন: কানোয়ার যাত্রায় ‘নাম’ নির্দেশিকায় স্থগিতাদেশ, মহুয়া মৈত্রর আর্জি মানল সুপ্রিম কোর্ট]

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার দুই শিশুকে বাড়িতে রেখে বাজারে গিয়েছিলেন সন্ধ্যা। সেই সুযোগেই পনেরো মাসের কৃত্তিকাকে খুন করার ছক কষে ফেলেন বিরুথম্বল। বালি খাইয়ে হত্যা করেন নাতনিকে। বাড়ি ফিরে মেয়েকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন সন্ধ্যা। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কৃত্তিকাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এর পরই থানায় গিয়ে শাশুরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সন্ধ্যা। তাঁর অভিযোগের ভিত্তিতে বিরুথম্বলকে থানায় নিয়ে আসে পুলিশ। বেশ কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সমস্ত কিছু স্বীকার করেন নেন অভিযুক্ত। জেরার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। কোর্টে তোলার পর বিরুথম্বলকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: ‘আম-আমসত্ত্ব দুইই পাব’, মমতার ‘আশা’য় জল ঢেলে কটাক্ষ মালদহের দুই বিরোধী সাংসদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement