Advertisement
Advertisement

Breaking News

চিকিৎসার টাকা নেই, শিশুপুত্রকে খুন করে আত্মঘাতী মা

চিকিৎসার জন্য প্রতিদিন ৪ হাজার টাকা কোথায় পাবে মা?

Tamil Nadu: Woman kills ‘dengue affected’ son, self

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 3, 2017 1:27 pm
  • Updated:October 3, 2017 1:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত শিশুপুত্র। চিকিৎসার খরচ মেটানোর ক্ষমতা নেই। তাই পুত্রকে হত্যা করে আত্মঘাতী হলেন বছর বত্রিশের এক মহিলা। মঙ্গলবারের এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর নামাক্কাল জেলায়।

পুলিশ সূত্রে খবর, রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ৬ মাসের শিশু সারভিন। অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাকে সালেম শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান বেলুকুরুচির বাসিন্দা পি আনবুকোডি ও তাঁর স্বামী পেরিয়াসামি। শিশুটিকে পরীক্ষার পর চিকিৎসকরা জানান ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে সে। শুনে মাথায় হাত পড়ে ওই দম্পতির। পেশায় নাপিত পেরিয়াসামি। অনেক কষ্টে সংসার চালাতে হয় তাঁকে। তবুও সন্তানের চিকিৎসার জন্য যথাসাধ্য চেষ্টার আশ্বাস দেন স্ত্রীকে। তাঁদের এক আত্মীয় জানিয়েছেন, শিশুটির চিকিৎসার জন্য প্রতিদিন ৪ হাজার টাকার খরচের কথা জানিয়েছিলেন চিকিৎসকরা।

Advertisement

[লন্ডনে গ্রেপ্তার ‘পলাতক’ বিজয় মালিয়া]

সোমবার রাত প্রায় ১১টা নাগাদ ছেলেকে নিয়ে বেলুকুরুচি ফিরে আসেন আনবুকোডি ও তাঁর স্বামী পেরিয়াসামি। স্বামীর আশ্বাস সত্বেও চিকিৎসার খরচের কথা ভেবে দিশেহারা হয়ে পড়েন আনবুকোডি। রাত ৩টে পর্যন্ত জেগে থাকার পর ঘুমিয়ে পড়েন পেরিয়াসামি। সারভিনের পাশে রয়ে যান আনবুকোডি। রাত ৩.৪৫ মিনিট নাগাদ ঘুম ভাঙলে স্ত্রী ও শিশু কাউকেই দেখতে পাননি পেরিয়াসামি। প্রায় সঙ্গে সঙ্গেই তাঁদের খোঁজ শুরু করেন তিনি। বেশ কিছুক্ষণ সন্ধান করেও তাঁদের খোঁজ পাননি তিনি। অবশেষে বাড়ির চৌহদ্দির মধ্যে একটি কুয়ো থেকে শিশুপুত্র-সহ আনবুকোডির মৃতদেহ পাওয়া যায়। ইতিমধ্যে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

[শারদ কার্নিভাল মুখ্যমন্ত্রীর পাপের প্রায়শ্চিত্ত, তোপ দাগলেন বাবুল সুপ্রিয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement