Advertisement
Advertisement

Breaking News

Tamil Nadu

যৌন লালসা মেটাতে না পেরে ৩ বছরের শিশুর মুখ থেঁতলে দিল কিশোর! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে একরত্তি

অভিযুক্ত কিশোর সম্পর্কে ছোট্ট মেয়েটির আত্মীয়।

Tamil Nadu toddler's face left disfigured for resisting assault by relative

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:February 25, 2025 8:35 pm
  • Updated:February 25, 2025 8:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন লালসা মেটাতে না পেরে ৩ বছরের শিশুর মুখ থেঁতলে দিল কিশোর! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই একরত্তি। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনা তামিলনাড়ুর। 

জানা গিয়েছে, অভিযুক্ত কিশোর সম্পর্কে ছোট্ট মেয়েটির আত্মীয়। এদিন সিরকাজি শহরের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বাড়ি ছিল তিন বছরের খুদেটি। অভিযোগ, তখনই তাকে চকোলেটের লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায় ১৬ বছরের ওই কিশোর। তারপরই ছোট্ট মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে সে। খুদেটি সাহায্য চেয়ে কাঁদতে শুরু করে। তখনই তার মুখে ইট দিয়ে আঘাত করতে শুরু করে অভিযুক্ত। ছোট্ট মেয়েটি অজ্ঞান হয়ে গেলে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত কিশোর।

Advertisement

এরপর অনেকক্ষণ হয়ে গেলেও বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যায় মেয়েটির পরিবার। খুঁজতে খুঁজতে পরিত্যক্ত ওই এলাকায় গিয়ে মেয়েকে দেখতে পান বাবা-মা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ হসপিটালে। সেখানেই আইসিইউতে বর্তমানে চিকিৎসা চলছে খুদের। তার চোখেও গুরুতর আঘাত লেগেছে। অভিযুক্তের বিরুদ্ধে মহিলা থানায় অভিযোগ জানায় শিশুটির পরিবার। তারপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এখনও এই ঘটনার তদন্ত চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub