সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইচ্ছে থাকলেই উপায় হয়৷ আর মেধা থাকলে তামিলনাড়ুর পাল্লাপট্টি থেকে নাসা পর্যন্ত পৌঁছনো যায়৷ তাই করে দেখিয়েছেন সদস্য আঠেরোর কোটায় পা রাখা দক্ষিণ ভারতের এই যুবক৷ এই বয়সেই বিশ্বের সবচেয়ে ছোট উপগ্রহ তৈরি করে ফেলেছেন রিফতা শারুক৷ নাম দিয়েছেন ‘কালামস্যাট’৷ ওজন মাত্র ৬৪ গ্রাম৷
[‘র্যানসমওয়্যার’ হামলার নেপথ্যে কিমের কোরিয়া, সন্দেহ বিশেষজ্ঞদের]
তামিলনাড়ুর এক ছোট্ট শহর থেকে নাসার এই পথ কেমন করে পেরোলেন রিফতা? নাসা ও এক বেসরকারি সংস্থার উদ্যোগে৷ সারা বিশ্বে যারা তরুণ প্রতিভাকে উৎসাহ দিতে এক প্রতিযোগিতার আয়োজন করেছিলেন৷ সেই তাগিদেই বিশ্বের সবচেয়ে ছোট উপগ্রহ তৈরি করার চিন্তা আসে রিফতার মাথায়৷ তৈরি করেও ফেলেন তিনি৷ নাম দেন প্রাক্তন রাষ্ট্রপতি তথা বৈজ্ঞানিক এ পি জে আবদুল কালামের নামে৷
[পার্ক স্ট্রিটে কোহিনুর বিল্ডিংয়ে আগুন, ছড়াল আতঙ্ক]
আবিষ্কারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল? প্রশ্নের উত্তরে রিফতা জানান, মাত্র ৬৪ গ্রামের মধ্যে পুরো প্রযুক্তিকে একত্রিত করা৷ অবশ্য কঠিন কাজটা তিনি সাফল্যের সঙ্গেই করেছেন৷ এখন সে কাজের ফল পাওয়ার পালা৷ দিনক্ষণ নিশ্চিত হয়েছে জুন মাসের ২১ তারিখ৷ সেই বুধবারই ওয়ালোপস আইল্যান্ড থেকে রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হবে ভারতীয় যুবকের এই আবিষ্কারটি৷ ক্ষুদ্র এই উপগ্রহটি ১২ মিনিটের জন্য মহাকাশের মাইক্রো-গ্র্যাভিটি পরিবেশে থাকবে৷ এর প্রধান কাজ হবে 3D প্রিন্টেড কার্বন ফাইবারের কার্যকারিতা ব্যাখ্যা করা৷
[স্বামী-সন্তানকে ছেড়ে প্রেমিকের বাড়ির সামনে অনশনে নেত্রী]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.