সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার থেকেই রাজ্যে কোকাকোলা ও পেপসি বয়কট করার সিদ্ধান্ত নিল তামিলনাড়ুর দু’টি বড় বিপণি সংগঠন৷ তার বদলে স্থানীয় পানীয় বিক্রির উপর জোর দেওয়ার কথা বলেছে তামিলনাড়ু ট্রেডার্স ফেডারেশন (TNLF) ও কনসোর্টিয়াম অফ তামিলনাড়ু ট্রেডার্স৷ বিক্রেতাদের কালি মার্ক, বোভোন্টো ও টোরিনোর মতো স্থানীয় ঠান্ডা পানীয় বিক্রি করার পরামর্শ দেওয়া হয়েছে৷
পুরনো ১ টাকার নোট আছে? তাহলেই পকেটে আসতে পারে ১ লক্ষ টাকা
ভারতীয় বাজারে বিদেশী এই পন্যগুলির রমরমা রুখতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷ তামিলনাড়ু বাণীগড় সঙ্গাঙ্গলিন পেরামায়াপ্পুর (TNVSP) প্রেসিডেন্ট বিক্রম রাজা বলেন, জাল্লিকাট্টু আন্দোলনের পর থেকেই এই বিদেশী পানীয়গুলির উপর থেকে বিরুদ্ধ মনোভাব তৈরি হয়েছে তামিল জনগণের৷ এছাড়া অন্যান্য সংগঠনের দাবি, বিদেশী পানীয়র রমরমার জেরে মার খাচ্ছে দেশীয় পানীয়গুলি৷ এর জেরে জলসঙ্কটও দেখা দিচ্ছে রাজ্যে৷ সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
কন্ডোমের বিজ্ঞাপনে সানির লাস্যে আপত্তি মহিলাদেরই
প্রতিবাদী সংগঠনগুলির পক্ষে প্রায় ৬০০০ ছোট-বড় ও মাঝারি মাপের এন্টারপ্রাইজ রয়েছে৷ এদের সদস্য সংখ্যাও প্রায় ১৫ লক্ষ৷ সেক্ষেত্রে গ্রীস্মের মুখে কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়তে পারে এই পানীয় সংস্থাগুলি৷ বিষয়টিতে হতাশা প্রকাশ করেছেন ইন্ডিয়ান ব্রেভারেজ অ্যাসোশিয়েশনের সচিব অরবিন্দ বর্মা৷
শত্রু শিবিরে কাঁপন ধরাতে আরও ‘ঘাতক’ হচ্ছে ভারতীয় কমান্ডোরা
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.