Advertisement
Advertisement

Breaking News

ED

চিকিৎসকের থেকে ২০ লক্ষ টাকা ঘুষ! গ্রেপ্তার খোদ ইডি আধিকারিক

লোকজনকে হুমকি দিয়ে টাকা আদায় করার চেষ্টা করতেন অভিযুক্ত অফিসার।

Tamil Nadu police arrest ED official in bribery case after high-speed chase| Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Akash Misra
  • Posted:December 2, 2023 9:32 am
  • Updated:December 2, 2023 9:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের প্রভাব খাটিয়ে হুমকি, টাকা তোলা এবং ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ইডি আধিকারিক। শুক্রবার অঙ্কিত তিওয়ারি নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে তামিলনাড়ুর দুর্নীতি দমন শাখা। অভিযোগ, ওই ব্যক্তি পদমর্যাদার প্রভাব খাটিয়ে এক চিকিৎসকের কাছ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নিচ্ছিলেন। সেই সময় তাঁকে ধরে ফেলা হয়েছে।

[আরও পড়ুন: ‘কড়ক সিং’ হিসেবে পঙ্কজ ত্রিপাঠীকে পাওয়া কতটা কঠিন ছিল? জানালেন অনিরুদ্ধ]

অঙ্কিতের বিরুদ্ধে আরও অভিযোগ, লোকজনকে হুমকি দিয়ে টাকা আদায় করার চেষ্টা করতেন তিনি। টাকা দিলে ইডির দায়ের করা মামলা বন্ধ করা হবে এই কথা বলে তিনি এই কাজ করতেন বলে অভিযোগ। আধিকারিকরা তিওয়ারির পরিচয়পত্রটা বাজেয়াপ্ত করেছে।

Advertisement

২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এর মেয়াদ রয়েছে। তামিলনাড়ুতে ডিএমকে নেতৃত্ব বার বারই অভিযোগ তোলে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে শাসক দলের নেতাদের হয়রানি করা হচ্ছে। এসব হল বিজেপির পরিকল্পনা।

[আরও পড়ুন: শুধু যুদ্ধ নয়, যোদ্ধার গল্প ‘স্যাম বাহাদুর’, ভিকি কৌশল একাই একশো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement