Advertisement
Advertisement
Tamil Nadu

‘মহিলারা গুরুত্ব পাচ্ছে না দলে’, নয়া ‘অজুহাতে’ ‘হাত’ ছেড়ে বিজেপিতে তামিলনাড়ুর বিধায়ক

গেরুয়া শিবিরে যোগ দিয়েই মোদির প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন কংগ্রেস নেত্রী।

Tamil Nadu MLA S Vijayadharani Quits Congress, Joins BJP | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 24, 2024 8:57 pm
  • Updated:February 24, 2024 9:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগে দলবদলের খেলা অব্যাহত। এবারের ঘটনা তামিলনাড়ুতে (Tamil Nadu)। সেখানে তিনবারের কংগ্রেস বিধায়ক (Congress MLA) এস বিজয়ধরণী ( S Vijayadharani) রাতারাতি বিজেপিতে (BJP) যোগ দিলেন। দল ছাড়া নিয়ে প্রাক্তন কংগ্রেস নেত্রীর সাফাই, দলে মহিলারা গুরুত্ব পাচ্ছেন না, এই কারণেই ‘হাত’ ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তিনি।

শনিবার কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান এবং তামিলনাড়ুতে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেননের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন বিজয়ধরণী। তিনি মনে করেন, তাঁর যোগদানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) শক্তি বৃদ্ধি পাবে দক্ষিণের রাজ্যে। উল্লেখ্য, এস বিজয়ধরণী প্রয়াত তামিল কবি কবিমনি দেশিগা বিনয়াগাম পিল্লাইয়ের পরিবারের সদস্য।

Advertisement

 

[আরও পড়ুন: সন্দেশখালিতে সভা পিছিয়ে দিল তৃণমূল, স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে দুই মন্ত্রী]

বিজেপিতে যোগ দিয়ে বিজয়ধরণী দাবি করেন, প্রচুর ভালো কেন্দ্রীয় সরকারি প্রকল্প রয়েছে। যদিও তা তামিলনাড়ুতে বাস্তবায়িত হচ্ছে না। যেহেতু কংগ্রেসের বন্ধু ডিএমকে (DMK) ক্ষমতায় রয়েছে। আরও জানান, নারীর ক্ষমতায়ণে গুরুত্ব দেয় বিজেপি। বিজয়ধরণীর বক্তব্য, “কংগ্রেসে মহিলাদের নেতৃত্বের ভূমিকা দেওয়া হয় না। এমনকী এখন আমার থেকে জুনিয়র কাউকে আইনসভা দলের নেতা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের সহায়তায় এখন আমি কন্যাকুমারীর পরিকাঠামোর উন্নয়ন করব।”

 

[আরও পড়ুন: কাশ্মীরের চাইতেও বেশি! লোকসভা ভোটে বাংলার জন্য কত বাহিনী চাইল কমিশন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement