Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

ধুতি পরা যুবককে ঢুকতে বাধা বিরাট কোহলির রেস্তরাঁয়! তুঙ্গে বিতর্ক

সোশাল মিডিয়ায় একটি ভিডিও করেছেন ওই যুবক।

Tamil Nadu man claims he was denied entry to Virat Kohli's restaurant | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 3, 2023 9:43 pm
  • Updated:December 3, 2023 9:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইচ্ছে ছিল বিরাট কোহলির (Virat Kohli) রেস্তরাঁয় গিয়ে আয়েশ করে খাওয়াদাওয়া করার। কিন্তু সে গুড়ে বালি। ভারতীয় তারকার রেস্তরাঁয় ঢুকতেই দেওয়া হল না যুবককে! সোশাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

কিন্তু কেন তামিল যুবকের প্রবেশে বাধা দেওয়া হল? ভিডিওতে নিজেই তিনি জানিয়েছেন সেই কথা। ওই যুবক বলেন, মুম্বইয়ে এসে তিনি একটি পাঁচতারা হোটেলে ওঠেন। এরপর বিন্দুমাত্র সময় নষ্ট না করে চলে যান জুহুতে। উদ্দেশ্য, নিজের প্রিয় তারকা কোহলির ওয়ান এইট কমিউন (One8 Commune) রেস্তরাঁয় খাওয়াদাওয়া করা। কিন্তু ঢোকার মুখেই বাধা পড়ে। যুবকের অভিযোগ, তিনি ধুতি পরেছিলেন। রেস্তরাঁর কর্মীরা জানান, এই পোশাকে তাঁকে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না।

Advertisement

[আরও পড়ুন: মোদিময় গোবলয়! জনতার রায়ে উৎফুল্ল নমোর হুঙ্কার, ‘তেলেঙ্গানা পর্যন্ত যেন আওয়াজ যায়’]

নেটদুনিয়ায় যে ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, একটি সাদা ধুতি এবং সাদা শার্ট পরে আছেন। তামিলনাড়ুতে এই পোশাকেই সাধারণত দেখা যায় পুরুষদের। সেখানে ধুতি পরার চলই বেশি। অথচ কোহলির মুম্বইয়ের রেস্তরাঁয় সেই পোশাক পরাতেই তাঁকে ঢুকতে দেওয়া হল না। ভিডিওটি সোশাল মিডিয়ায় পোস্ট করার পরই বিতর্ক দানা বাঁধে। অনেকেই রেস্তরাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। আবার কারও কারও দাবি, অনেক রেস্তরাঁতেই পোশাকবিধি বা ড্রেস কোড থাকে। কর্মীদেরও সেই অনুযায়ী নির্দেশ দেওয়া থাকে। এতে কোনও জাতির সংস্কৃতির ভাবাবেগে আঘাত দেওয়ার প্রশ্ন নেই।

তবে যুবকের অভিযোগ আদৌ সত্যি কি না, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি কোহলির রেস্তরাঁ। উল্লেখ্য, এর আগেও কলকাতা-সহ একাধিক শহরে পোশাকের জন্য ভোজনরসিকদের রেস্তরাঁয় ঢুকতে বাধা দেওয়ার কথা শিরোনামে উঠে এসেছে। এবার এই বিতর্কে জড়িয়ে গেল কোহলির নামও।

[আরও পড়ুন: দরজা ভেঙে ঢুকে মহিলাকে ধর্ষণ! পুলিশের জালে ‘গুণধর’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement