Advertisement
Advertisement

সহবাসে আপত্তি, ঘুমন্ত অবস্থায় স্ত্রীর গলা কাটল যুবক

ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Tamil Nadu: Man beheads wife for refusing physical advance
Published by: Subhajit Mandal
  • Posted:October 9, 2018 12:00 pm
  • Updated:October 9, 2018 12:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈবাহিক সম্পর্কে যৌনতা খুবই স্বাভাবিক। তাই স্ত্রীর সঙ্গে স্বামী যৌনতায় লিপ্ত হবেন, তাতেও বলার কিছু নেই। কিন্তু, স্ত্রী যদি যৌনতায় সম্মতি না দেন, তাহলে?  স্ত্রীকে কি শারীরিক সম্পর্কে বাধ্য করতে পারেন স্বামী? আর যদি সেটা হয়, তাহলে স্বামীর বিরুদ্ধে কী বৈবাহিক ধর্ষণের অভিযোগ আনা যায়? এসব প্রশ্নে বিতর্কের শেষ নেই। ভারতীয় আইন অনুযায়ী স্ত্রীর সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করা এখনও অপরাধ নয়। কিন্তু মানবিক দিক থেকে ভাবতে গেলে জোর করে শারীরিক সম্পর্ক করাকে কোনও অবস্থাতেই স্বীকৃতি দেওয়া যায় না। কিন্তু সেসবের বালাই নেই যুবক ডি শংকর সগায়রাজের। শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় স্ত্রী কে খুন করে ফেললেন তিনি।

[রাজস্থানে জিকা ভাইরাসে আক্রান্ত ২২, হাই অ্যালার্ট রাজধানী দিল্লিতেও]

শারীরিক সম্পর্কের জন্য বার বার স্ত্রীকে আবদার করছিলেন স্বামী। কিন্তু মানসিকভাবে প্রস্তুত ছিলেন না স্ত্রী। তাই স্বামীর প্রস্তাবে আপত্তি জানিয়েছিলেন স্ত্রী। তাতেই রাগ। আর রাগের মাথায় স্ত্রীকে কুপিয়ে খুন করে তাঁর মাথা কেটে নিল স্বামী। তামিলনাড়ুর ত্রিচির তিরুভেরুম্বুরে এই ঘটনা ঘটেছে। ২৬ বছরের স্ত্রী জেসিন্থা জসবিনকে খুন করার অভিযোগে কাট্টুরের ডি শংকর সগায়ারাজকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

[কলেজের সামনে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান, উত্তরপ্রদেশে আক্রান্ত ৪ পড়ুয়া]

চলতি বছর জানুয়ারিতে বিয়ে হয়েছিল এই দম্পতির। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে নানা বিষয়ে ঝামেলা শুরু হয়। কয়েক মাস আগে স্ত্রীকে না জানিয়ে তাঁর বেশ কিছু গয়না বন্ধক রাখে শংকর। এই নিয়ে তাঁদের মধ্যে তুমুল অশান্তি বাধে। গত শনিবার রাতে ফের ঝামেলা বাধে। পুলিশ জানিয়েছে, জেসিন্থা যৌন সম্পর্ক স্থাপনে আপত্তি জানানোয় বেজায় খেপে যায় শঙ্কর। রাত ২টো নাগাদ যখন জেসিন্থা ঘুমোচ্ছেন, তখন শঙ্কর তাঁকে কুপিয়ে খুন করে । পুলিশ জামিন অযোগ্য একাধিক ধারায় শঙ্করকে গ্রেপ্তার করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement