Advertisement
Advertisement
COVID-19

করোনা থেকে বাঁচতে সাপের মাংস ভক্ষণ! অপকর্মের ভিডিও ভাইরাল হতে কী হাল হল যুবকের?

করোনাকে রুখতে তিনি নাকি বহুদিন ধরেই সাপ খান!

Tamil Nadu man arrested for eating snake, claims it 'keeps Covid at bay' | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 28, 2021 3:36 pm
  • Updated:May 28, 2021 3:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাপের মাংস নাকি করোনার (Coronavirus) অব্যর্থ দাওয়াই! এমনই ভ্রান্ত ধারণা ও কুসংস্কারের বশবর্তী হয়ে নিয়মিত সাপ (Snake) খাওয়া শুরু করেছিলেন তামিলনাডুর (Tamil Nadu) তিরুনেলভেলি জেলার পেরুমলপত্তি গ্রামের বাসিন্দা ভাদিভেল। অবশেষে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইন্টারনেটে ভাইরাল হওয়া এক ভিডিওয় ভাদিভেলিকে ওই অপকর্ম করতে দেখা গিয়েছিল। স্বাভাবিক ভাবেই এমন ভিডিও দেখে শিউরে উঠেছিলেন নেটিজেনরা। এরপরই পরিবেশবিদরা খবর দেন পুলিশকে। শেষ পর্যন্ত ভাদিভেলিকে শনাক্ত করে ফেলে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: সুখবর! দেড় মাসে দেশে সর্বনিম্ন করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ২ লক্ষেরও কম]

তারপরই তাঁর ঠাঁই হয় শ্রীঘরে। অভিযুক্ত ব্যক্তিকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে। এও জানা গিয়েছে, সাপটি খাওয়ার সময় অভিযুক্ত নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। কয়েকজন স্থানীয় তাঁকে উৎসাহও দেন বলে শোনা যাচ্ছে। কারা ওই ব্যক্তিকে উসকানি দিয়েছে তাও তদন্ত করে দেখছে পুলিশ।

ভিডিওয় ভাদিভেল জানিয়েছেন, তিনি একটি ক্ষেতের মধ্যে সাপটিকে কুড়িয়ে পেয়েছিলেন। এরপরই তাঁকে দেখা যায় সাপটির শরীরে কামড় বসাতে। করোনা ভাইরাস থেকে বাঁচতে সাপ বা অন্যান্য সরীসৃপের মাংস নাকি ‘মহৌষধ’, এমনই উদ্ভট দাবি তাঁর। কেবল এই সাপটিই নয়, দীর্ঘদিন ধরেই খুঁজেপেতে সাপ ধরে খাওয়ার অভ্যাস তাঁর রয়েছে বলে জানিয়েছেন তিনি।

করোনার দাপট শুরু হওয়ার পর থেকেই এই অভ্যাস তিনি শুরু করেছেন বলে জানিয়েছেন ভাদিভেল। তবে সাপটিকে মেরে তবেই তিনি সেটি খান বলে দাবি তাঁর।
ভাদিভেলের এমন সব দাবি শুনে শিউরে উঠেছেন বন্য প্রাণ বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই ধরনের অভ্যাস অত্যন্ত বিপজ্জনক। তাঁদের মতে, বন্যপ্রাণীকে হত্যা করা অপরাধ তো বটেই। সেই সঙ্গে সেগুলিকে কাঁচা অবস্থায় এভাবে খেতে যাওয়াও বিরাট ঝুঁকিপূর্ণ। কেননা এর ফলে জীবজন্তুর শরীরে লেগে থাকা জীবাণু থেকে সংক্রমণ হতে পারে। যা থেকে ভয়াবহ অসুখ হতে পারে।

[আরও পড়ুন: ভ্যাকসিন না দিয়ে বাংলায় ভোট করেছেন! করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য মোদিকে দুষলেন রাহুল]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement