Advertisement
Advertisement

চাপের মুখে পিছু হটলেন রাজ্যপাল, মন্ত্রীপদে বহাল তামিলনাড়ুর বন্দি নেতা

রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্বে জয় স্ট্যালিনের।

Tamil Nadu Governor takes back dismissal of jailed minister, say Sources | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 30, 2023 9:52 am
  • Updated:June 30, 2023 9:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্ত্রীপদ ফিরে পেলেন তামিলনাড়ুর বন্দি নেতা সেন্থিল বালাজি। সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি (RN Ravi) বৃহস্পতিবার রাতে সেন্থিল বালাজিকে বরখাস্ত করে দেন। যার প্রবল বিরোধিতা করে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে (DMK)। শেষে চাপের মুখে একপ্রকার বাধ্য হয়েই সেন্থিল বালাজির মন্ত্রীপদ বাতিল করার সিদ্ধান্ত প্রত্যাহার করেন রাজ্যপাল।

কয়েকদিন আগে ১৮ ঘণ্টার ম্যারাথন জেরার পরে আর্থিক তছরুপের মামলায় গ্রেপ্তার করা হয় তামিলনাড়ুর (Tamil Nadu) বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজিকে (V Senthil Balaji)। কিন্তু গ্রেপ্তারির পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। ভেঙে পড়েন কান্নায়। তাঁর মেডিক্যাল চেকআপ করা হয়। আর তখনই ধরা পড়ে তাঁর হৃদযন্ত্রের অবস্থা খুবই জটিল। যত দ্রুত সম্ভব তাঁকে বাইপাস সার্জারির পরামর্শই দেন চিকিৎসকরা। আগামী ২১ জুলাই পর্যন্ত সেন্থিলকে বিচারবিভাগীয় হেফাজতে রাহার নির্দেশ দিয়েছে আদালত। তবে এখনও তিনি হাসপাতালে ভরতি।

Advertisement

[আরও পড়ুন: কপ্টার দুর্ঘটনার ধাক্কা সামলে কেমন আছেন? প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী]

তাৎপর্যপূর্ণভাবে গ্রেপ্তারির পরও বালাজিকে মন্ত্রীপদ থেকে সরাননি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন (MK Stalin)। তাঁকে দপ্তরহীন মন্ত্রী হিসাবে মন্ত্রিসভায় রেখে দেওয়া হয়েছে। কিন্তু বৃহস্পতিবার রাতে একপ্রকার আচমকাই তাঁকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেন সেরাজ্যের রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে না জানিয়ে তারই মন্ত্রিসভার সদস্যকে বরখাস্ত করা, স্বাধীন ভারতের ইতিহাসে এই ধরনের নজির আর দ্বিতীয় নেই। রাজ্যপাল আদৌ এভাবে কোনও মন্ত্রীকে বরখাস্ত করতে পারেন কিনা, তা নিয়েও প্রশ্ন উঠে যায়। রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেয় ডিএমকে।

[আরও পড়ুন: দেশে কর্মসংস্থান যথেষ্ট নয়, মানলেন খোদ বিজেপি সাংসদই]

শেষে একপ্রকার চাপে পড়েই নিজের দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেন তামিলভূমের রাজ্যপাল রবি। ফলে আপাতত সেন্থিল বালাজি তামিলনাড়ুর দপ্তরহীন মন্ত্রী পদেই থাকছেন। যা রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্বে স্ট্যালিনের জন্য বড় জয় হিসাবে দেখা হচ্ছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement