সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: আগামী বছরই তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। দক্ষিণী এই রাজ্যকে এবার পাখির চোখ করেছে বিজেপি। তামিলনাড়ুতে ডিএমকেকে হারাতে এআইডিএমকের সঙ্গে জোট বেঁধেছে পদ্ম শিবির। এই আবহে বিজেপিকে খোলা চ্যালেঞ্জ দিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। স্ট্যালিনের তোপ, অমিত শাহ কেন, কোনও শাহই তামিলনাড়ুতে শাসন করতে পারবেন না।
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন, ২০২৬ সালে তামিলনাড়ুতে ক্ষমতায় আসবে বিজেপি-এআইডিএমকের জোট সরকার। শাহের এই দাবিকে খণ্ডন করেছেন স্ট্যালিন। সম্প্রতি তামিলনাড়ুর থিরুভুল্লার জেলায় একটি জনসভায় শাহকে নিশানা করে তিনি বলেন, “আমি চ্যালেঞ্জ করছি, তামিলনাড়ু কোনওদিন দিল্লির কাছে মাথা নত করবে না।”
বিরোধীরা একাধিকবার অভিযোগ করছে, বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলির মাধ্যমে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। স্ট্যালিনের গলাতেও সেই সুর শোনা গিয়েছে। তিনি বলেন, “কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তল্লাশি এবং দল ভাঙানোর মতো বিজেপির এই কৌশলগুলি তামিলনাড়ুতে কাজ করবে না। ২০২৬-এর নির্বাচনে সব বাধা জয় করে ডিএমকেই ক্ষমতায় ফিরবে।”
শাহের পাশাপাশি ওই জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আক্রমণ করেন স্ট্যালিন। কেন্দ্রীয় তহবিল নিয়ে মোদির মন্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তামিলনাড়ুতে এসেছিলেন। তিনি বলেছেন, আমরা যত তহবিলই পাই না কেন, আমরা কাঁদতে থাকি।” স্ট্যালিনের সংযোজন, “আমরা যা চাই, সেগুলি কোনও কান্না নয় – তামিলনাড়ুর অধিকার।”
লোকসভা ভোটে তামিলভূমে একা লড়েছিল বিজেপি। কিন্তু ডিএমকের ঝড়ে স্বপ্নভঙ্গ হয় গেরুয়া শিবিরের। তাই ২০২৬-এর বিধানসভা ভোটে তামিলনাড়ুতে সরকার গড়তে এআইডিএমকের সঙ্গে জোট বেঁধেছে বিজেপি। আন্নামালাইকে সরিয়ে তামিলনাড়ুতে নতুন রাজ্য সভাপতি নিয়োগ করেছে গেরুয়া শিবির। এই আবহে বিজেপিকে নিশানা করে স্ট্যালিনের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.