Advertisement
Advertisement

Breaking News

স্বাভাবিক জীবনযাপন করছেন ‘আম্মা’, জানাল দল

ভাল আছেন আম্মা৷

Tamil Nadu CM Jayalalithaa has 'started living normal life'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 3, 2016 8:17 pm
  • Updated:November 3, 2016 8:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাল আছেন আম্মা৷ হাসপাতালে ভর্তি থাকলেও বর্তমানে সুস্থই রয়েছেন তিনি৷ আর তাই আর পাঁচটা দিনের মতোই স্বাভাবিক জীবনযাপন করছেন তিনি৷ এমন আশ্বাসের কথাই শোনানো হল এআইএডিএমকে’র তরফ থেকে৷ এআইএডিএমকে’র তরফ থেকে পানরুত্তি এস রামচন্দ্রন একটি বিবৃতিতে এই কথা জানিয়েছেন৷

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল৷ চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে দিনের পর দিন আম্মার ভক্তদের সমাগম বাড়ছিল৷ এআইএডিএমকে সুপ্রিমোর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না অবনতি তা নিয়েও চলছিল জল্পনা৷ কানাঘুষো শোনা যাচ্ছিল, আম্মার শারীরিক অবস্থা নাকি ভাল না৷ কিন্তু এই ধরনের যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে এআইএডিএমকে’র তরফ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে৷

Advertisement

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাস থেকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন আম্মা৷ কিন্তু বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেই মনে করা হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement