Advertisement
Advertisement

Breaking News

জ্বরে কাবু জয়ললিতা, ভর্তি হলেন হাসপাতালে

শরীর ভাল নেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার।

Tamil Nadu CM, J. Jayalalithaa was hospitalised 
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 23, 2016 8:19 pm
  • Updated:September 23, 2016 8:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীর ভাল নেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার। জানা গিয়েছে, বৃহস্পতিবার জ্বর এবং ডিহাইড্রেশন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এআইএডিএমকে সুপ্রিমো। অসুস্থতার কারণে তাঁকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গিয়েছে, এই প্রথম অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হলেন আম্মা। প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রীর অসুস্থতার বিষয়ে তাঁর সমর্থকরা বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। কিন্তু শুক্রবার হাসপাতালের তরফ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, আপাতত আম্মার শারীরিক অবস্থা স্থিতিশীল। সম্প্রতি তাঁর জ্বরও আসেনি। শুধু তাই নয়, তিনি খাবারও খাচ্ছেন ঠিক ভাবে। চিকিৎসকরা তাঁর অবস্থার যথাযথ খেয়াল রাখছেন।

Advertisement

14355079_1374206862608125_2937294219990294321_n

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement