Advertisement
Advertisement
Tamil Nadu Bihar migrant labour

‘তামিলনাড়ুর বন্ধুরা আমাদের রক্ষা করবে’, হোলির আগে নিশ্চিন্তে বিহারের পথে পরিযায়ী শ্রমিকরা

হোলির ছুটি কাটাতে বিহারে ফিরছেন পরযায়ী শ্রমিকরা।

Tamil friends will protect us, says Bihar migrant labours as they are leaving for holidays | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:March 7, 2023 4:42 pm
  • Updated:March 7, 2023 4:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুতে (Tamil Nadu) আক্রমণের মুখে পড়ছেন পরিযায়ী শ্রমিকরা- কয়েকদিন আগে এমনটাই খবর ছড়িয়েছিল। এহেন পরিস্থিতিতে হোলির (Holi) ছুটি কাটাতে বাড়ি ফিরছেন সেরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকরা (Migrant Labour)। তবে তাঁদের চোখে মুখে অবশ্য আতঙ্কের চিহ্ন নেই। বরং আনন্দের সঙ্গেই ছুটি কাটাতে রওনা দিচ্ছেন তাঁরা। অন্যদিকে বিহার (Bihar) সরকারকে বিঁধেছেন পরিযায়ী শ্রমিকদের একাংশ। প্রসঙ্গত, অন্তত ২৫ লক্ষ পরিযায়ী শ্রমিক কাজ করেন তামিলনাড়ুতে।

সন্তোষ নামে এক রাজমিস্ত্রি জানিয়েছেন, “আমি ওড়িশার বাসিন্দা। কিন্তু তামিলনাড়ুতে এসে আমি যথেষ্ট ভালভাবেই রোজগার করি।” অপর একজনের মতে, “আমি দু’সপ্তাহ পরে ফিরে আসব। এখানে ভয় পাওয়ার কোনও কারণই নেই।” একজন শ্রমিক সাফ জানিয়েছেন, “তামিলনাড়ুতে আমার অনেক বন্ধু আছে। একজন যদি আমাকে আক্রমণ করে তাহলে দশজন আমাকে বাঁচাবে।”

Advertisement

[আরও পড়ুন: ‘মোদি আসলে শয়তানের বশে থাকা হিন্দু’, প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ পাক ক্রিকেট অধিনায়কের]

অভিযোগ উঠেছিল, হিন্দি বলার ‘অপরাধে’ আক্রমণ করা হয়েছিল বিহারের পরিযায়ী শ্রমিকদের। বিহার সরকারের তরফে দাবি তোলা হয়, সেরাজ্যের শ্রমিকরা কি আদৌ সুরক্ষিত রয়েছেন? অবস্থা খতিয়ে দেখতে প্রতিনিধি দলও পাঠানো হয়। কিন্তু বিহারের এক শ্রমিক সাফ জানিয়ে দিলেন, “বিহারে কাজ পেলে অবশ্যই সেখানে থেকে কাজ করতাম। কিন্তু অপদার্থ সরকার আমাদের জন্য কোনও কর্মসংস্থান করে না।”

কয়েকদিন আগেই একটি ভিডিওতে দেখা যায়, মারধর করা হচ্ছে বিহারের পরিযায়ী শ্রমিকদের। যদিও গোটা বিষয়টিকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে তামিলনাড়ু পুলিশ। অযথা মিথ্যা খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে আটক করা হয়েছে তামিলনাড়ুর এক বিজেপি নেতাকে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে ফোনে কথাও বলেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয় দুই রাজ্যের মধ্যে।

[আরও পড়ুন: গালে গাল ঠেকিয়ে আবিরকে রং মাখালেন ঋতাভরী, ভালবাসায় রঙিন ‘ফাটাফাটি’র নয়া ভিডিও]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement