Advertisement
Advertisement
Ambedkar Statue

লম্বায় ১২৫ ফুট, জন্মদিবসেই উন্মোচিত আম্বেদকরের দীর্ঘতম মূর্তি

৩৫ হাজার অতিথির উপস্থিতিতে উন্মোচন হবে এই মূর্তি।

Tallest statue of Ambedkar will be unveiled at Hyderabad, have a look at details | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 14, 2023 3:38 pm
  • Updated:April 14, 2023 3:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বি আর আম্বেদকরের (BR Ambedkar) জন্মদিবসেই তাঁর ১২৫ ফুট লম্বা মূর্তি উন্মোচন হবে তেলেঙ্গানায় (Telengana)। শুক্রবার হায়দরাবাদে এই মূর্তি উন্মোচন করবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (K Chandrasekhar Rao)। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন আম্বেদকরের প্রপৌত্রও। ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে তেলেঙ্গানায় পৌঁছে গিয়েছেন আম্বেদকরের বহু অনুগামী।

হায়দরাবাদের বিখ্যাত হুসেন সাগর লেকের পাশেই অবস্থিত আম্বেদকরের (Ambedkar Birth Anniversary) এই মূর্তি। সম্পূর্ণ ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়েছে ১২৫ ফুট লম্বা মূর্তিটি। ভারতে অবস্থিত আম্বেদকরের মূর্তিগুলির মধ্যে এটিই দীর্ঘতম। শুধুমাত্র মূর্তির মাপজোকের কাজ শেষ করতেই দু’বছর সময় লেগেছে। তারপরে শুরু হয় ভারতের দীর্ঘতম আম্বেদকর মূর্তি তৈরির কাজ।

Advertisement

[আরও পড়ুন: ইডেনে আজ ফিরতে পারেন বোলার রাসেল, কোচের নির্দেশে মাঠ পরিষ্কার করলেন রানারা]

পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত শিল্পী রাম ভানজি সুতারের হাতে এই মূর্তি তৈরির দায়িত্ব তুলে দেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর। মূর্তি তৈরির পরে ৯৮ বছর বয়সি সুতারের কাজের ভূয়সী প্রশংসাও করেন তিনি। আম্বেদকরের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পদ্মভূষণজয়ী শিল্পীকে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে সংবিধান প্রণেতার প্রপৌত্র প্রকাশ আম্বেদকরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গিয়েছে, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মূর্তি উন্মোচন করা হবে। হেলিকপ্টার থেকে ফুলের পাপড়ি ছড়ানো হবে মূর্তির উপরে। রাজ্য সরকারের অনুমান, অন্তত ৩৫ হাজার মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। তাঁদের জন্য অন্তত ৭৫০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। অতিথিদের জন্য ১ লক্ষ মিষ্টির প্যাকেট, দেড় লক্ষ লস্যির প্যাকেটের আয়োজন করেছে তেলেঙ্গানা সরকার।

[আরও পড়ুন: পাঁচবার কার্ডিয়াক অ্যারেস্ট, ৪৫ মিনিট পর রোগীর ‘প্রাণপ্রতিষ্ঠা’ করলেন বাঙালি চিকিৎসক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement