Advertisement
Advertisement

রেকর্ড বুকে নাম তুলল ‘সবচেয়ে বড়’ গণেশ

স্বেচ্ছাসেবি সংস্থাটির দাবি, এটিই সবচেয়ে বড় পরিবেশবান্ধব গণেশ৷

Tallest eco-friendly Ganesha Idol sets a national record
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 6, 2016 9:14 pm
  • Updated:September 9, 2021 2:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সবচেয়ে বড় দুর্গা’ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল কলকাতার এক পুজো সংগঠন৷ দেশ ছাপিয়ে গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গার খবর৷ এবার সংবাদের শিরোনামে উঠে এলেন দেবীর ছেলে, অর্থাৎ গণেশ৷

ইতিমধ্যেই ধুমধাম করে গোয়া ও মহারাষ্ট্রে গণেশ পুজোর বিসর্জন সম্পন্ন হয়েছে৷ কিন্তু গোয়ার একটি বিশেষ সিদ্ধিদাতা মূর্তি বিসর্জনের পরও রয়ে গেলেন৷ কীভাবে? যুব নামের একটি স্বেচ্ছাসেবি সংস্থা একটি ১২ ফুট উচ্চতার পরিবেশবান্ধব গণেশ তৈরি করেছিল৷ মাটি নয়, গণেশটি বানানো হয়েছে শুধুমাত্র দেশলাই কাঠি দিয়ে৷ আর সেই সুবাদেই এই প্রতিমা ভারতের রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে৷ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ম্যানেজমেন্টের সদস্য শেফালি সিং এই খবর নিশ্চিত করেছেন৷

Advertisement

ganesh1_1475734405

স্বেচ্ছাসেবি সংস্থাটির দাবি, এটিই সবচেয়ে বড় পরিবেশবান্ধব গণেশ৷ মোট ৩০ হাজার দেশলাই কাঠি দিয়ে তৈরি হয়েছে এই মূর্তি৷ তাদের আশা, এবার লিমকা বুকেও স্থান পাবে তাদের এই ‘স্পেশ্যাল’ সিদ্ধিদাতা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement