Advertisement
Advertisement
Union Law Minister

আইএএস থেকে ‘সাইকেল সাংসদ’, একনজরে জেনে নিন নতুন কেন্দ্রীয় আইনমন্ত্রীর পরিচয়

৩৭০ ধারা বিলোপেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অর্জুন রাম মেঘাওয়ালের।

Take a look at details of Union Law Minister Arjun Ram Meghwal | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:May 19, 2023 3:00 pm
  • Updated:May 19, 2023 3:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই কেন্দ্রীয় আইন মন্ত্রকের (Union Law Minister) দায়িত্ব নিয়েছেন। তারপরেই আইন ও বিচারবিভাগের মধ্যে মধুর সম্পর্ক গড়ে তোলার বার্তা দিয়েছেন অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal)। ‘সাইকেল ওয়ালা এম পি’ হিসাবেই সংসদ চত্বরে পরিচিত তিনি। মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন থেকেই কাজে লেগে পড়েছেন রাজস্থানের এই বিজেপি সাংসদ। দেখা করেছেন সদ্যপ্রাক্তন আইনমন্ত্রী কিরেণ রিজিজুর (Kiren Rijiju) সঙ্গেও।

প্রসঙ্গত, নরেন্দ্র মোদির শাসনকালে কোনও আইনমন্ত্রীই পূর্ণ সময়ের জন্য মন্ত্রকের দায়িত্বে টিকতে পারেননি। সাম্প্রতিক অতীতে প্রাক্তন আমলাদের হাতে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন মোদি। সেই ধারা মেনেই মেঘওয়ালকে অর্থমন্ত্রীর পদে বসানো হয়েছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। বিচারব্যবস্থার নিন্দা করার জেরেই রিজিজুকে পদ থেকে সরানো হয়েছে বলে অনুমান। সরকারের সঙ্গে শীর্ষ আদালতের সম্পর্ক ফের স্বাভাবিক করার বার্তাই দিয়েছেন নয়া আইন মন্ত্রী মেঘওয়াল।

Advertisement

[আরও পড়ুন: ইতিহাসের পুনরাবৃত্তি, ইউক্রেনে ‘দ্য গ্রেট গেম’ ব্রিটেন-রাশিয়ার!]

জানা গিয়েছে, বরাবর আরএসএসের আদর্শ পালন করেছেন নয়া আইনমন্ত্রী। আইন নিয়ে পড়াশোনা করলেও পেশাদার আইনজীবী হিসাবে কখনও কাজ করেননি তিনি। পরবর্তীকালে আইএএস হিসাবে কর্মজীবন শুরু করেন। কিন্তু মানুষের সেবা করার জন্য ২০০৯ সালে চাকরি ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেই বছরেই বিকানের থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মেঘওয়াল।

জীবনের প্রথম নির্বাচনেই জয় পান তিনি। তারপর থেকেই রাজস্থানি ধুতি কুর্তা পরে সাইকেল চালিয়ে সংসদে আসতেন মেঘওয়াল। সেই থেকেই তিনি ‘সাইকেল এম পি’ নামে পরিচিত। সকলের নজর কাড়ে তাঁর মাথায় বিজেপির পাগড়ি। এছাড়াও ধুতি পরেই নিয়মিত ব্যাডমিন্টন খেলেন তিনি। অবসর সময়ে কবীরের ভজনও গান নয়া আইনমন্ত্রী। সূত্রের খবর, ৩৭০ ধারা বিলোপের সময়ে আইনজ্ঞ ও আইএএস অফিসার হিসাবে তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়েছিল মোদি সরকার।

[আরও পড়ুন: ড্রাগস, নারীসঙ্গ, ২৭ লাখের ফ্রি টিকিট নিয়ে ফুর্তি আরিয়ানের! বিস্ফোরক সমীর ওয়াংখেড়ে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement