Advertisement
Advertisement
Coronavirus

২১ সেপ্টেম্বর খুলতে পারে আগ্রার তাজমহল, ইঙ্গিত পেতেই স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তুমুল উন্মাদনা

করোনা আবহে টানা ৫ মাস বন্ধ ছিল এই ঐতিহাসিক সৌধ।

Taj Mahal in Agra is about to reopen on September 21| Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 18, 2020 8:27 am
  • Updated:September 19, 2020 8:31 am  

আনলকের চতুর্থ দফাতেও দেশে বেলাগাম সংক্রমণ। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৫২ লক্ষ ১৪ হাজার ৬৭৮ জন। মৃত্যু হয়েছে ৮৪ হাজার ৩৭২ জনের। রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ১৮ হাজার ৭৭২ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,২৪২ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:

রাত ১০.২০:আগামী ২১ তারিখ খুলতে পারে আগ্রার তাজমহলের দরজা। কোভিড আবহে ৫ মাস বন্ধ থাকার পর ফের পর্যটক সমাগমে ব্যবসা চাঙ্গা হওয়ার অপেক্ষায় স্থানীয় ব্যবসায়ীরা।

Advertisement

রাত ৯.৫০: করোনা ও সার্স রুখতে আর্য়ুবেদিক গবেষণার জন্য ২৪৭টি প্রস্তাব এসেছিল। তার মধ্যে ২১টিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানাল আয়ুষ মন্ত্রক।

রাত ৯.১৭: রাজস্থানে নতুন করে আক্রান্ত ১,৮১৭। মৃত্যু হয়েছে আরও ১৫ জনের।

রাত ৮.১৭: গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে করোনা আক্রান্ত ৬ হাজার ৫৮৪ জন।

রাত ৮.১১: মহারাষ্ট্রে করোনা আক্রান্ত আরও ২১ হাজার ৬৫৬ জন।

রাত ৮: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৩ হাজার ১৯২ জন। মৃত্যু হয়েছে ৫৯ জনের।

সন্ধে ৭.৫২: পাঞ্জাবে করোনা আক্রান্ত আরও ২,৮১৭ জন।

সন্ধে ৭.৫১: ২১ সেপ্টেম্বর থেকে স্কুল খোলা বাধ্যতামূলক নয়, জানাল কেন্দ্র।

সন্ধে ৭.০৭: গত ২৪ ঘণ্টায় মণিপুরে আক্রান্ত আরও ১৭৭ জন।

সন্ধে ৭.০৫: এয়ার ইন্ডিয়ার দুবাইগামী সমস্ত বিমান চলাচল আগামিকাল থেকে শুরু হবে।

সন্ধে ৬.৫০: তামিলনাড়ুতে আক্রান্ত আরও ৫,৪৮৮ জন।

সন্ধে ৬.৪৩: চণ্ডীগড়ে আক্রান্ত আরও ২৬০ জন।

সন্ধে ৬.২২: কেরলে আক্রান্ত আরও ৪ হাজার ১৬৭ জন।

সন্ধে ৬.১৫: করোনা মোকাবিলায় মার্চ থেকে জুন পর্যন্ত ৫ হাজার ৬০১টি কোচকে কোভিড কেয়ার সেন্টারে পরিণত করা হয়েছে, জানাল ভারতীয় রেল।

বিকেল ৫.০১: অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত আরও ৮ হাজার ৯৬ জন।

বিকেল ৪.৩৭: আগামী ৫ অক্টোবর পর্যন্ত দিল্লিতে বন্ধ সমস্ত স্কুল।

বিকেল ৪.২৬: আগামী বছরের মাঝামাঝির মধ্যে বিশ্বের যেকোনও আসতে পারে ভ্যাকসিন, জানালেন এইমসের কমিউনিটি মেডিসিনের প্রধান ডাঃ সঞ্জয় রাই।

বিকেল ৪.২২: কর্ণাটক বিধানসভার স্পিকার বিশ্বেশ্বর হেগরে কাগেরি এবং বেশ কয়েকজন বিধায়ক করালেন সোয়াব পরীক্ষা।

দুপুর ৩.৩৫: জম্মুতে কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে।

দুপুর ৩.২৬: আগামী ২ অক্টোবর থেকে রাজ্যে খুলছে চিড়িয়াখানা। ২৩ সেপ্টেম্বর থেকে খুলবে পার্ক এবং উদ্যানের দরজা। অনলাইনে করা যাবে বুকিং।

দুপুর ২.৫৮: হিমাচল প্রদেশে আক্রান্ত আরও ১০০ জন।

দুপুর ২.০০: ব়্যাপিড ৯০ মিনিট করোনা পরীক্ষার ফল মিলছে ভালই। জানালেন বিজ্ঞানীরা।

বেলা ১.৩৮: রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ হাজার ৯০৫ জন।

বেলা ১.১০: ব্রিটেনে ফের হুড়মুড়িয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।  ফলে ফের লকডাউনের সম্ভাবনা তৈরি হয়েছে।

বেলা ১২.৪৬: মহারাষ্ট্রে আরও এক মন্ত্রী করোনা আক্রান্ত। মন্ত্রী নীতিন রাওয়াত সংক্রমিত।

বেলা ১২.৩৮: দিল্লির বেসরকারি স্কুলগুলিকে অনলাইন ক্লাসের জন্য পড়ুয়াদের মোবাইল কম্পিউটার দেওয়ার নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট।

বেলা ১২.০০: ফেসশিল্ডে মুখ ঢেকে আমজনতাকে সাবধানে থাকার আরজি অমিতাভ বচ্চনের।

বেলা ১১.৩০: করোনার ‘যম’ ইলিশের তেল, নয়া গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য। দেখা গিয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড করোনা রোগীর আইসিইউ নির্ভরতা অনেকটাই কমিয়ে দেয়। ।

সকাল ১০.৫০: একদিনে রাজস্থানে আক্রান্ত ৮১০ জন।

সকাল ১০.৪৮: ফের বন্ধ দুবাইয়ের বিমানযাত্রা। এবার জয়পুর থেকে দুবাইগামী বিমানে এক করোনা আক্রান্ত রোগীর থাকার অভিযোগ উঠেছে। তারপরই এয়ার ইন্ডিয়াকে ২ অক্টোবর পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

সকাল ৯.৩০: একদিনে দেশে আক্রান্ত ৯৬ হাজার ৪২৪ জন। ফলে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০ লক্ষ ১৭ হাজার ৭৫৪ জন। একদিনে মৃত ১ হাজার ১৭৪ জন। 

সকাল ৮.৪০: গত ২৪ ঘণ্টায় দেশে ১০ লক্ষ ৬ হাজার ৬১৫টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে।

সকাল ৮.১০: দেশের মাত্র পাঁচটি রাজ্যে ৬০ শতাংশ আক্রান্ত রয়েছে। ১৩টির বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আক্রান্তে ৫ হাজারেরও কম। জানাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

 

সকাল ৮.০৭: মেক্সিকোতে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ১৮২ জন।

সকাল ৮.০০: চিনে একদিনে করোনা আক্রান্ত ৩২ জন। যদিও সংক্রমিতরা বাইরে থেকে চিনে আসেছিলেন বলে দাবি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement