আনলকের চতুর্থ দফাতেও দেশে বেলাগাম সংক্রমণ। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৫২ লক্ষ ১৪ হাজার ৬৭৮ জন। মৃত্যু হয়েছে ৮৪ হাজার ৩৭২ জনের। রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ১৮ হাজার ৭৭২ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,২৪২ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১০.২০:আগামী ২১ তারিখ খুলতে পারে আগ্রার তাজমহলের দরজা। কোভিড আবহে ৫ মাস বন্ধ থাকার পর ফের পর্যটক সমাগমে ব্যবসা চাঙ্গা হওয়ার অপেক্ষায় স্থানীয় ব্যবসায়ীরা।
Agra: Hoteliers welcome govt’s decision to reopen Taj Mahal from Sept 21.
Owner of a hotel says, “There has been no source of income for the people involved in hotel industry since last 5 months. We are expecting situation to improve as Taj Mahal is about to reopen for visitors” pic.twitter.com/sRuaoVBiqH
— ANI UP (@ANINewsUP) September 18, 2020
রাত ৯.৫০: করোনা ও সার্স রুখতে আর্য়ুবেদিক গবেষণার জন্য ২৪৭টি প্রস্তাব এসেছিল। তার মধ্যে ২১টিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানাল আয়ুষ মন্ত্রক।
247 proposals of Ayurveda interventions received under modified Extra Mural Research Scheme for SARS CoV-2 infection & COVID disease. Out of 247 proposals, 21 research proposals recommended by authority on Ayurveda for SARS/COVID cases approved for funding: AYUSH Ministry
— ANI (@ANI) September 18, 2020
রাত ৯.১৭: রাজস্থানে নতুন করে আক্রান্ত ১,৮১৭। মৃত্যু হয়েছে আরও ১৫ জনের।
রাত ৮.১৭: গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে করোনা আক্রান্ত ৬ হাজার ৫৮৪ জন।
6,584 new #COVID19 cases, 6,806 recovered cases & 98 deaths reported in last 24 hours in Uttar Pradesh. Total number of positive cases in the state stands at 3,42,788 till date, including 2,70,094 recoveries, 67,825 active cases & 4,869 deaths so far: Government of Uttar Pradesh pic.twitter.com/BTuHcpPTBy
— ANI UP (@ANINewsUP) September 18, 2020
রাত ৮.১১: মহারাষ্ট্রে করোনা আক্রান্ত আরও ২১ হাজার ৬৫৬ জন।
Maharashtra reported 21,656 new coronavirus cases, 22,078 recoveries and 405 deaths today, taking total cases to 11,67,496 including 8,34,432 recoveries, 31,791 deaths and 3,00,887 active cases: State Health Department pic.twitter.com/zRR0K1FiMb
— ANI (@ANI) September 18, 2020
রাত ৮: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৩ হাজার ১৯২ জন। মৃত্যু হয়েছে ৫৯ জনের।
সন্ধে ৭.৫২: পাঞ্জাবে করোনা আক্রান্ত আরও ২,৮১৭ জন।
2817 new #COVID19 cases, 2,645 recoveries & 62 deaths, reported today in Punjab. Total number of cases in the state stands at 92,833 till date, including 21,662 active cases, 68,463 discharged cases & 2,708 deaths: State Health Department, Govt of Punjab pic.twitter.com/eQtz972LTt
— ANI (@ANI) September 18, 2020
সন্ধে ৭.৫১: ২১ সেপ্টেম্বর থেকে স্কুল খোলা বাধ্যতামূলক নয়, জানাল কেন্দ্র।
সন্ধে ৭.০৭: গত ২৪ ঘণ্টায় মণিপুরে আক্রান্ত আরও ১৭৭ জন।
177 new #COVID19 cases, 90 recoveries & 1 death reported in Manipur over the last 24 hours. The total number of cases in the state stands at 8,607, including 1,926 active cases, 6,629 recovered cases & 52 deaths. Recovery rate is 77.01%: State Health Department, Govt of Manipur pic.twitter.com/1nU6fO6DuO
— ANI (@ANI) September 18, 2020
সন্ধে ৭.০৫: এয়ার ইন্ডিয়ার দুবাইগামী সমস্ত বিমান চলাচল আগামিকাল থেকে শুরু হবে।
#UPDATE All Air India Express flights from/to Dubai will operate as per original schedule starting tomorrow: Air Indian Express https://t.co/Iml2xZtwaD
— ANI (@ANI) September 18, 2020
সন্ধে ৬.৫০: তামিলনাড়ুতে আক্রান্ত আরও ৫,৪৮৮ জন।
5,488 new #COVID19 cases, 5,525 discharges and 67 deaths reported in Tamil Nadu today. Total number of positive cases now at 5,30,908 including 46,506 active cases, 4,75,717 discharged cases and 8,685 deaths: State Health Department, Govt of Tamil Nadu pic.twitter.com/mNfOqsvnh0
— ANI (@ANI) September 18, 2020
সন্ধে ৬.৪৩: চণ্ডীগড়ে আক্রান্ত আরও ২৬০ জন।
Chandigarh reports 260 new #COVID19 cases today, taking the total number of cases to 9,506 including 2,978 active cases, 110 deaths and 6,415 cured cases: Health Department, Chandigarh pic.twitter.com/vuPDQpTD52
— ANI (@ANI) September 18, 2020
সন্ধে ৬.২২: কেরলে আক্রান্ত আরও ৪ হাজার ১৬৭ জন।
Kerala reported 4,167 fresh #COVID19 cases today, taking the total number of active cases till date to 35,724. Number of recovered cases so far is 90,089: Kerala State Government pic.twitter.com/NhXwY3enUt
— ANI (@ANI) September 18, 2020
সন্ধে ৬.১৫: করোনা মোকাবিলায় মার্চ থেকে জুন পর্যন্ত ৫ হাজার ৬০১টি কোচকে কোভিড কেয়ার সেন্টারে পরিণত করা হয়েছে, জানাল ভারতীয় রেল।
5,601 coaches have been converted into Covid Care Centers by Indian Railways in March, April, May and June to combat Coronavirus pandemic: Ministry of Railways pic.twitter.com/mQMF9xQiyi
— ANI (@ANI) September 18, 2020
বিকেল ৫.০১: অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত আরও ৮ হাজার ৯৬ জন।
Andhra Pradesh reports 8,096 new COVID-19 cases, 11,803 recoveries and 67 deaths, taking total cases to 6,09,558 including 5,19,891 recoveries, 5,244 deaths and 84,423 active cases: State Health Department pic.twitter.com/BsfaoauJ7l
— ANI (@ANI) September 18, 2020
বিকেল ৪.৩৭: আগামী ৫ অক্টোবর পর্যন্ত দিল্লিতে বন্ধ সমস্ত স্কুল।
All schools will remain closed for students in Delhi till October 5, 2020. Online classes & teaching-learning activities will continue as usual: Directorate of Education, Delhi pic.twitter.com/wDpEdqkNWk
— ANI (@ANI) September 18, 2020
বিকেল ৪.২৬: আগামী বছরের মাঝামাঝির মধ্যে বিশ্বের যেকোনও আসতে পারে ভ্যাকসিন, জানালেন এইমসের কমিউনিটি মেডিসিনের প্রধান ডাঃ সঞ্জয় রাই।
Phase 2 clinical trial for #COVID19 vaccine is underway in India with a good sample size of more than 600 motivated volunteers. Any vaccine will come by mid-next year, anywhere in the world, if everything goes as planned: Dr Sanjay Rai, Head-Community Medicine Department, AIIMS pic.twitter.com/ZK6W2qkH4i
— ANI (@ANI) September 18, 2020
বিকেল ৪.২২: কর্ণাটক বিধানসভার স্পিকার বিশ্বেশ্বর হেগরে কাগেরি এবং বেশ কয়েকজন বিধায়ক করালেন সোয়াব পরীক্ষা।
Karnataka Assembly Speaker Vishweshwar Hegde Kageri and other MLAs gave their swabs for COVID-19 testing in Bengaluru today, ahead of the Assembly session which starts from Monday. pic.twitter.com/2RgfgQ8eLu
— ANI (@ANI) September 18, 2020
দুপুর ৩.৩৫: জম্মুতে কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কেন্দ্রীয় দল পাঠানো হচ্ছে।
Union Health Ministry has decided to depute a high-level Central team to Jammu. The district has reported a rise in the number of new COVID-19 cases in recent days: Ministry of Health & Family Welfare
— ANI (@ANI) September 18, 2020
দুপুর ৩.২৬: আগামী ২ অক্টোবর থেকে রাজ্যে খুলছে চিড়িয়াখানা। ২৩ সেপ্টেম্বর থেকে খুলবে পার্ক এবং উদ্যানের দরজা। অনলাইনে করা যাবে বুকিং।
Zoos to reopen from October 2 in West Bengal; park and gardens to open from September 23. All bookings to be made online. pic.twitter.com/LOFuZE2P9q
— ANI (@ANI) September 18, 2020
দুপুর ২.৫৮: হিমাচল প্রদেশে আক্রান্ত আরও ১০০ জন।
Himachal Pradesh records 100 new #COVID19 cases & 15 recoveries today, taking the total positive cases in the state to 11,290 so far, including 4,221 active cases, 6,934 recoveries & 104 deaths: State Health Department, Govt of Himachal Pradesh pic.twitter.com/udOkP4bsH4
— ANI (@ANI) September 18, 2020
দুপুর ২.০০: ব়্যাপিড ৯০ মিনিট করোনা পরীক্ষার ফল মিলছে ভালই। জানালেন বিজ্ঞানীরা।
বেলা ১.৩৮: রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ হাজার ৯০৫ জন।
বেলা ১.১০: ব্রিটেনে ফের হুড়মুড়িয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে ফের লকডাউনের সম্ভাবনা তৈরি হয়েছে।
বেলা ১২.৪৬: মহারাষ্ট্রে আরও এক মন্ত্রী করোনা আক্রান্ত। মন্ত্রী নীতিন রাওয়াত সংক্রমিত।
বেলা ১২.৩৮: দিল্লির বেসরকারি স্কুলগুলিকে অনলাইন ক্লাসের জন্য পড়ুয়াদের মোবাইল কম্পিউটার দেওয়ার নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট।
বেলা ১২.০০: ফেসশিল্ডে মুখ ঢেকে আমজনতাকে সাবধানে থাকার আরজি অমিতাভ বচ্চনের।
বেলা ১১.৩০: করোনার ‘যম’ ইলিশের তেল, নয়া গবেষণায় মিলল চাঞ্চল্যকর তথ্য। দেখা গিয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড করোনা রোগীর আইসিইউ নির্ভরতা অনেকটাই কমিয়ে দেয়। ।
সকাল ১০.৫০: একদিনে রাজস্থানে আক্রান্ত ৮১০ জন।
The total number of #COVID19 cases in Rajasthan rises to 1,10,283 with 810 new cases reported today till 10.30 am. The number of active cases is 18,282 and the death toll is at 1,301: State Health Department pic.twitter.com/ecoRHbosWc
— ANI (@ANI) September 18, 2020
সকাল ১০.৪৮: ফের বন্ধ দুবাইয়ের বিমানযাত্রা। এবার জয়পুর থেকে দুবাইগামী বিমানে এক করোনা আক্রান্ত রোগীর থাকার অভিযোগ উঠেছে। তারপরই এয়ার ইন্ডিয়াকে ২ অক্টোবর পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
All operation of Air India Express to Dubai Airports suspended for 15 days till Oct 2 after a #COVID19 positive passenger was found onboard a Jaipur-Dubai flight on Sept 4. It was 2nd such instance: SA Kankazar, Air Transport & Int’l Affairs Sector, Dubai Civil Aviation Authority pic.twitter.com/xW6BXsmIo8
— ANI (@ANI) September 18, 2020
সকাল ৯.৩০: একদিনে দেশে আক্রান্ত ৯৬ হাজার ৪২৪ জন। ফলে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০ লক্ষ ১৭ হাজার ৭৫৪ জন। একদিনে মৃত ১ হাজার ১৭৪ জন।
India’s #COVID19 case tally crosses 52-lakh mark with a spike of 96,424 new cases & 1,174 deaths in last 24 hours.
The total case tally stands at 52,14,678 including 10,17,754 active cases, 41,12,552 cured/discharged/migrated & 84,372 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/y16APBIA7h
— ANI (@ANI) September 18, 2020
সকাল ৮.৪০: গত ২৪ ঘণ্টায় দেশে ১০ লক্ষ ৬ হাজার ৬১৫টি লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে।
6,15,72,343 samples tested up to 17th September for #COVID19. Of these, 10,06,615 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/fQnZI2v2wF
— ANI (@ANI) September 18, 2020
সকাল ৮.১০: দেশের মাত্র পাঁচটি রাজ্যে ৬০ শতাংশ আক্রান্ত রয়েছে। ১৩টির বেশি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আক্রান্তে ৫ হাজারেরও কম। জানাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
Around 60% of the active cases are concentrated in only 5 most affected states. There are 13 states and UTs that even today have less than 5000 active Cases: Ministry of Health & Family Welfare. #COVID19 pic.twitter.com/Pnik8OOkpi
— ANI (@ANI) September 18, 2020
সকাল ৮.০৭: মেক্সিকোতে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ১৮২ জন।
সকাল ৮.০০: চিনে একদিনে করোনা আক্রান্ত ৩২ জন। যদিও সংক্রমিতরা বাইরে থেকে চিনে আসেছিলেন বলে দাবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.