সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় দেশের উদ্যোগপতিদের মধ্যে সবচেয়ে বেশি অনুদান করছে টাটা গোষ্ঠী। টাটা গোষ্ঠীর দুটি সংস্থা ইতিমধ্যেই যৌথভাবে দেড় হাজার কোটি টাকা অনুদান ঘোষণা করছে। এবার ওই গোষ্ঠীর তৃতীয় সংস্থাও এগিয়ে এল। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য খুলে দেওয়া হল মুম্বইয়ের বিলাসবহুল তাজ হোটেলের (Taj Mahal Palace) দরজা। যে সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের রাখা হবে বিলাসবহুল তাজমহল প্যালেসে। এছাড়াও তাজ গ্রুপের আরও ৬টি হোটেল খুলে দেওয়া হয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য।
টাটা গোষ্ঠীর হোটেলগুলির মালিক সরকারিভাবে ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড (Indian Hotels Company Limited)। তাঁদের তরফে শুক্রবার জানানো হয়েছে,”এই কঠিন সময়ে আমরা সমাজের প্রতি দায়বদ্ধ। সমাজের প্রতি আমাদের কর্তব্য হিসেবে যে সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা করোনার বিরুদ্ধে লড়ছেন, তাঁদের জন্য আমরা আমাদের হোটেলের ঘর খুলে দিচ্ছি।” IHCL-এর তরফে জানানো হয়েছে, তাঁদের মোট সাতটি হোটেলের ২ হাজার ৩০৫টি রুম স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের জন্য খোলা হচ্ছে। মুম্বই পুরসভার চিকিৎসকরা এই হোটেলগুলিতে থাকার সুযোগ পাবেন। দেশজুড়ে করোনার প্রকোপ বাড়তেই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সামাজিকভাবে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে ঘরছাড়া করারও অভিযোগ উঠেছে মালিকদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে তাজ এর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
উল্লেখ্য, গত সপ্তাহেই করোনা ভাইরাস মোকাবিলায় টাটা সন্সের তরফ থেকে ১ হাজার কোটি টাকা অনুদান ঘোষণা করা হয়। টাটার আরেক সংস্থা টাটা ট্রাস্টের তরফে ঘোষণা করা হয় আরও ৫০০ কোটির অনুদান। । অর্থাৎ, সব মিলিয়ে টাটা গোষ্ঠী অনুদান করে দেড় হাজার কোটি টাকা। তারপরই নিজেদের বিলাসবহুল হোটেল চিকিৎসাকর্মীদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেটিজেনদের মন কেড়েছে। তাঁরা সংস্থার চেয়ারম্যান এমেরিটাস রতন টাটাকে ধন্য ধন্য করছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.