সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণের আবহে আশঙ্কার পারদ আরও চড়িয়ে দিয়েছেন দিল্লির তবলিঘি জামাতের অনুষ্ঠানের জমায়েতকারীরা। একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন তারা। তাই আপাতত বেশিরভাগ জমায়েতকারীকেই দেশের বিভিন্ন হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কিন্তু চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে নিজামুদ্দিনের জমায়েতকারীদের বিরুদ্ধে। এবার একই অভিযোগে সরব হলেন কানপুরের গণেশ শংকর বিদ্যার্থী মেমোরিয়াল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ।
ওই মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল আরতি চন্দানি বলেন, “নিজামুদ্দিনের জমায়েতকারীদের মধ্যে মোট বাইশ জন কানপুরের গণেশ শংকর বিদ্যার্থী মেমোরিয়াল মেডিক্যাল কলেজে রয়েছে। করোনা রোগীদের সংস্পর্শে আসায় তাদেরকে কোয়ারেণ্টাইনে রাখা হয়েছে। তবে তাদের নিয়ে আমাদের হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তারা বেশিরভাগ সময়ই দুর্ব্যবহার করছে। হাসপাতালের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে করতে থুতু ছেটাচ্ছে। তার ফলে খুব স্বাভাবিকভাবেই রোগ সংক্রমণের আশঙ্কাও বাড়ছে।”
Kanpur: Medical staff at Ganesh Shankar Vidyarthi Memorial Medical College alleged that some patients who are quarantined misbehaved with them.Arti Chandani,Principal says,”22 ppl who attended Tablighi Jamaat event in Delhi were admitted here.They misbehaved with the staff” (3.4) pic.twitter.com/TYjbKqDBXj
— ANI UP (@ANINewsUP) April 3, 2020
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এমএমজি জেলা হাসপাতালেও কোয়ারেন্টাইনে ছিল অন্তত ছজন। ওই হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অভিযোগ, “নিজামুদ্দিনের যে সমস্ত জমায়েতকারীরা এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছে, তাদের কার্যকলাপে আমরা জেরবার। তারা হাসপাতালের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। অনেকেই নিম্নাঙ্গে কোনও পোশাক রাখছে না। মহিলা স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করছে। বিভিন্ন রকমের অশালীন গান শুনছে। এমনকী হাসপাতালের সাফাই কর্মীদের কাছ থেকে সিগারেট চাইছে তারা। চাহিদা অনুযায়ী জোগান দিতে না পারলেই দুর্ব্যবহার করতে শুরু করছে।”
Ghaziabad: FIR has been registered against persons from Tablighi Jamat who are in quarantine at MMG District Hospital for ‘walking around the ward without their trousers on and making lewd gestures towards the nurses’.
— ANI UP (@ANINewsUP) April 2, 2020
এ বিষয়টি চিঠি লিখে উত্তরপ্রদেশ পুলিশকে জানান তিনি। সেই অনুযায়ী শুক্রবার ওই জমায়েতকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। জাতীয় নিরাপত্তা আইনে প্রত্যেকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাদের মানবজাতির শত্রু বলেও কটাক্ষ করেন। তবে তাতেও হুঁশ ফেরেনি জমায়েতকারীদের। এত কাণ্ডের পরেও আবার নতুন করে কানপুরের গণেশ শংকর বিদ্যার্থী মেমোরিয়াল মেডিক্যাল কলেজে উঠেছে দুর্ব্যবহারের অভিযোগ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.